পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময় : এলজিআরডি উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১১:৪০ আপডেট: : ১২ জুন ২০২৫, ১৭:৫৪
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ১২ জুন, ২০২৫ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরিচ্ছন্নতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময়।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, ‘ঈদ মানেই ত্যাগ স্বীকার করা, তাই ঈদের আনন্দকে ত্যাগ করে আমরা মানুষের জন্য শহর পরিষ্কার রাখছি’।

পোস্টে বলা হয়েছে, ‘পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময়, ধন্যবাদ আপনাদের।’

অপর এক পোস্টে বলা হয়েছে, ১২টি সিটি কর্পোরেশনের ৪৮৭টি ওয়ার্ড-শতভাগ বর্জ্য অপসারণ দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয়েছে সম্মিলিত পরিকল্পনা, পরিশ্রম ও ভালোবাসার কারণে। এটা শুধু পরিসংখ্যান নয়, এটা আমাদের প্রতিশ্রুতির জয়-পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয়, বাস্তবতা।

উপদেষ্টা বলেছেন, ঈদুল আযহায় ১২ঘন্টারও কম সময়ে পরিস্কার ঢাকা। ঈদের দিনসহ টানা তিনদিন পশু কোরবানি হয়েছে। নগরবাসীর দায়িত্ববোধ আর পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতায় তাদের কমিটমেন্ট রেখেছে। পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি প্রতিদিনের দায়িত্ব। এই দায়িত্ব পালনে সকল সহকর্মীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা।

আসিফ মাহমুদ ঈদুল আযহা উদযাপন শুরুর প্রাক্কালে বলেছেন, ‘কোরবানির ঈদ আনন্দ হোক সুস্থ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জনগণের সমন্বিত প্রচেষ্টায়, আমরা পারি ঈদের দিনকেও পরিচ্ছন্ন রাখতে পেরেছি। ত্যাগের এই দিনে আমাদের দায়িত্ব কেবল কোরবানিতেই শেষ নয়, পরিবেশ রক্ষা করাটাও বড় ইবাদত। আসুন সবাই মিলে নিজ নিজ এলাকার কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ি। পরিচ্ছন্ন বাংলাদেশ আমাদের সকলের।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার
যুব সংহতির একাংশের যুগ্ম মহাসচিব পাভেল রিমান্ডে 
লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে টানা তিন জয়ের পর হারল চট্টগ্রাম
পালাউয়ের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক এবং ত্রাণ সহায়তাকারীদের গ্রেফতারের প্রতিবাদ নাগরিক ঐক্যের
বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেফতার
স্কুল হ্যান্ডবল সেমিফাইনাল কাল
১০