পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময় : এলজিআরডি উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১১:৪০ আপডেট: : ১২ জুন ২০২৫, ১৭:৫৪
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ১২ জুন, ২০২৫ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরিচ্ছন্নতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময়।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, ‘ঈদ মানেই ত্যাগ স্বীকার করা, তাই ঈদের আনন্দকে ত্যাগ করে আমরা মানুষের জন্য শহর পরিষ্কার রাখছি’।

পোস্টে বলা হয়েছে, ‘পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময়, ধন্যবাদ আপনাদের।’

অপর এক পোস্টে বলা হয়েছে, ১২টি সিটি কর্পোরেশনের ৪৮৭টি ওয়ার্ড-শতভাগ বর্জ্য অপসারণ দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয়েছে সম্মিলিত পরিকল্পনা, পরিশ্রম ও ভালোবাসার কারণে। এটা শুধু পরিসংখ্যান নয়, এটা আমাদের প্রতিশ্রুতির জয়-পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয়, বাস্তবতা।

উপদেষ্টা বলেছেন, ঈদুল আযহায় ১২ঘন্টারও কম সময়ে পরিস্কার ঢাকা। ঈদের দিনসহ টানা তিনদিন পশু কোরবানি হয়েছে। নগরবাসীর দায়িত্ববোধ আর পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতায় তাদের কমিটমেন্ট রেখেছে। পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি প্রতিদিনের দায়িত্ব। এই দায়িত্ব পালনে সকল সহকর্মীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা।

আসিফ মাহমুদ ঈদুল আযহা উদযাপন শুরুর প্রাক্কালে বলেছেন, ‘কোরবানির ঈদ আনন্দ হোক সুস্থ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জনগণের সমন্বিত প্রচেষ্টায়, আমরা পারি ঈদের দিনকেও পরিচ্ছন্ন রাখতে পেরেছি। ত্যাগের এই দিনে আমাদের দায়িত্ব কেবল কোরবানিতেই শেষ নয়, পরিবেশ রক্ষা করাটাও বড় ইবাদত। আসুন সবাই মিলে নিজ নিজ এলাকার কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ি। পরিচ্ছন্ন বাংলাদেশ আমাদের সকলের।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীতে নতুন ফ্যাসিস্ট যেন সৃষ্টি না হয় : চরমোনাই পীর
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
১০