এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শ্রম মন্ত্রীদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৮:১০
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শ্রম মন্ত্রীদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ জুন, ২০২৫ (বাসস): এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত (এএসপিএজি) দেশগুলোর শ্রম মন্ত্রীদের সঙ্গে সভা করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

গতকাল বুধবার জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৩তম সম্মেলনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় টেকসই উন্নয়ন, শ্রমিক অধিকার, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।  

সভার শুরুতে আইএলও এবং এএসপিএজি সমন্বয়কারী জাপানকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চল বৈশ্বিক শ্রম বাজারের ৬০ শতাংশ এবং জিডিপির ৪০ শতাংশ অবদান রাখে। অথচ এই অঞ্চল অনানুষ্ঠানিক খাত, সামাজিক সুরক্ষার ঘাটতি এবং জলবায়ু সংকটসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভায় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন ২০০৬ সংশোধন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজিকরণ এবং শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি আমাদের অগ্রাধিকার।

এএসপিএজির নতুন সমন্বয়কারী হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণের বিষয়টিও সভায়  উল্লেখ করা হয়। 

উপদেষ্টা সকল দেশের সমর্থন কামনা করে বলেন, আমরা একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত ১৪ টি দেশের প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (শিল্প পুলিশ) গাজী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার
যুব সংহতির একাংশের যুগ্ম মহাসচিব পাভেল রিমান্ডে 
লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে টানা তিন জয়ের পর হারল চট্টগ্রাম
পালাউয়ের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক এবং ত্রাণ সহায়তাকারীদের গ্রেফতারের প্রতিবাদ নাগরিক ঐক্যের
বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেফতার
স্কুল হ্যান্ডবল সেমিফাইনাল কাল
শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি ছিল অর্থনৈতিক মুক্তির দর্শন : চসিক মেয়র
১০