বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ৫ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:০৬ আপডেট: : ২১ জুলাই ২০২৫, ১৮:২৬
জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা আজ ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জাতীয় বার্ন ইনস্টিটিউটে উপস্থিত হয়ে রাজধানীর উত্তরাস্থ মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।

উপদেষ্টারা নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি ডাক্তার ও নার্সদের প্রতি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

উপদেষ্টারা আজ বিকেলে মাইলস্টোন স্কুলে হতাহতদের খবর নিতে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ছুটে যান এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ধর্ম উপদেষ্টা  ড.  আ ফ ম খালিদ হোসেন এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, মাইলস্টোন স্কুলে হতাহতের ঘটনায় পুরো জাতি আজ শোকে স্তব্ধ। আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে পুরো জাতির সাথে আমরাও শোকে মূজ্যমান। তিনি নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন। এবং নিহতদের পরিবারকে শোক সইবার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০