বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ৫ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:০৬ আপডেট: : ২১ জুলাই ২০২৫, ১৮:২৬
জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা আজ ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জাতীয় বার্ন ইনস্টিটিউটে উপস্থিত হয়ে রাজধানীর উত্তরাস্থ মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।

উপদেষ্টারা নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি ডাক্তার ও নার্সদের প্রতি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

উপদেষ্টারা আজ বিকেলে মাইলস্টোন স্কুলে হতাহতদের খবর নিতে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ছুটে যান এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ধর্ম উপদেষ্টা  ড.  আ ফ ম খালিদ হোসেন এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, মাইলস্টোন স্কুলে হতাহতের ঘটনায় পুরো জাতি আজ শোকে স্তব্ধ। আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে পুরো জাতির সাথে আমরাও শোকে মূজ্যমান। তিনি নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন। এবং নিহতদের পরিবারকে শোক সইবার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালত অবমাননা হয়, এমন কিছু লেখা যাবে না: আজিজ আহমদ ভূঞা
শিশুদের শরীর এতটাই পুড়েছে যে, ক্যানোলা বসানোও সম্ভব হয়নি : ডা. আনারুল
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পোপ
ইউক্রেনের সঙ্গে আলোচনার তারিখ নির্ধারণে কাজ চলছে : ক্রেমলিন
পাইলট তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া : মা-বাবা ঢাকায়
মাইলস্টোন ট্রাজেডি: আহতদের চিকিৎসায় বিএমইউয়ে ল্যাবরেটরি ও ইমার্জেন্সি সার্জারি ২৪ ঘণ্টা খোলা, প্রস্তুত আইসিইউ
বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আগামীকাল
চীনা জলবিদ্যুৎ প্রকল্প ভাটির দেশগুলোকে প্রভাবিত করবে না: রাষ্ট্রদূত
সংক্ষিপ্তভাবে যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় রেড ক্রিসেন্টের জরুরি সহায়তা
১০