বাসস দেশ-২৪
পাহাড় ধস-সড়ক বন্ধ
সাজেকে পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকে আছে চার শতাধিক পর্যটক
রাঙ্গামাটি, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার অন্যতম পর্যটন নগরী সাজেকে পাহাড় ধসের ঘটনায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেখানে আটকে পড়েছে চার শতাধিক পর্যটক।
গত রাত থেকে ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট সাজেকের বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকার ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে রাস্তায় পড়লে আজ সকাল থেকে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এতে সাজেকে আনুমানিক ৪শতাধিক পর্যটক আটকে আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বাসসকে জানান, গতকাল রাতে ভারি বৃষ্টিপাতের কারণে সাজেকের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়াসহ সড়কে গাছপালা উপড়ে পরেছে। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারকে জানানো হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বাসসকে জানান, বাঘাইঘাট - সাজেকের তিন টি স্পটে পাহাড়ের ধসের ঘটনা ঘটেছে। এতে করে সাজেকে প্রায় ৪২৫ জন পর্যটক আটকে আছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সড়কের মাটি সরানোর কাজ করছে। আশা করছি খুব সহসাই সড়কটি সচল করা সম্ভব হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩১৬/শাজা