নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৩ আপডেট: : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪১
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সোমবার ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে যান । ছবি : পিআইডি

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি আজ সকাল ১০টায় ঢামেকে পৌঁছান এবং  নুরুল হক নুরের চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি নুরসহ অন্য আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশনা দেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, নুরুল হক নুরসহ আহতদের উন্নত চিকিৎসার স্বার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান উপদেষ্টাকে জানান, আহতদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের সর্বোচ্চ মানের উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

নুরের দ্রুত আরোগ্য কামনা করে নৌপরিবহন উপদেষ্টা এই ঘৃণ্য হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি এ জঘন্য হামলায় জড়িতদের সরকারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান ও অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫৫২ জন হাসপাতালে ভর্তি 
কুয়েটের ২২তম বর্ষপূর্তি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ৩৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপোতে অংশ নিচ্ছে ডিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধিদল
ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ গঠন শুনানি ১১ সেপ্টেম্বর
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা
জাপানে ভালুকের আক্রমণ বৃদ্ধি, অস্ত্র রাখার নিয়মে শিথিলতা
দক্ষিণ কোরিয়ায় গ্রীষ্মের উষ্ণতার রেকর্ড ২০২৪ সালকে ছাড়িয়েছে
স্কুল-কলেজের সভাপতির দায়িত্ব সর্বোচ্চ ২ বার
১০