বিনিয়োগ সংস্থাগুলোর একীভূতকরণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৬

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশে বিনিয়োগ নিয়ে কাজ করা ছয়টি প্রতিষ্ঠানকে একীভূত করতে চায় সরকার। বিষয়টি যাচাইয়ের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। 

গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক-১ ড. আহমেদ উল্লাহ এফসিএমএ সই করা এক সংশোধিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আট সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানকে। কমিটিতে সদস্যসচিব করা হয়েছে বিডা ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে। 

বাকি ছয় সদস্য হলেন- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান ও অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

এই কমিটির মতামতের ভিত্তিতে সরকার এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিনিয়োগ সংশ্লিষ্ট ছয়টি প্রতিষ্ঠানকে একীভূতকরণের বিষয়ে বিডা’র উত্থাপিত প্রস্তাবের সামগ্রিক বিষয় পরীক্ষা ও যাচাইপূর্বক মতামত প্রদান করবে এ কমিটি।

বিনিয়োগ সংশ্লিষ্ট যে ছয়টি প্রতিষ্ঠান একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানে ভূমিকম্পে ৮শ’র ও বেশি নিহত
নীলফামারীতে বিনামূল্যে ৩ লাখ ৬৬ হাজার মাছের পোনা বিতরণ
নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জয়পুরহাট রেলওয়ে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
চবি’তে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, পরীক্ষা স্থগিত
খাগড়াছড়িতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশা মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের
ফরিদপুরে গ্রাম আদালতের অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক সভা 
ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ
ইউজিসি-ইউনিসেফের উদ্যোগে ‘সামাজিক ও আচরণগত পরিবর্তন’ কর্মশালা
১০