হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ : বাণিজ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৬:০৮
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বুধবার মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি’র উদ্যোগে তিনদিন ব্যাপী সীরাত আয়োজন ২০২৫ উদ্বোধন শেষে বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন। ছবি : পিআইডি

ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তাঁর জীবন। তরুণ প্রজন্মের কাছে তাঁর এই অনুকরণীয় জীবন ও দর্শন তুলে ধরতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।

বুধবার দুপুরে মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি-এর উদ্যোগে তিনদিন ব্যাপী সীরাত আয়োজন ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.) এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি এই প্রদর্শনীর মাধ্যমে বইপত্র পড়ে তাদের মনে যে চিত্র তৈরি হয়েছে সেই কল্পনার সাথে যেন তারা নবীজির যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এই প্রদর্শনী দেখে তাঁরা বুঝতে পারবে কত সাধারণ জীবন থেকে তিনি কি অসাধারণ সম্মানের অধিকারী হয়েছিলেন।

শেখ বশিরউদ্দীন তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলার সমন্বিত প্রয়াসের প্রসংশা করে বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি নবী (সা.) এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারে। তিনি তরুণদের নবীজির জীবনী অধ্যয়ন ও তাঁর শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, সীরাত আয়োজন উপলক্ষে মসজিদ উত তাকওয়া সোসাইটি মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করেছে যেখানে সিম্বোলিকভাবে মহানবী (স.) এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর, তৈজসপত্র, পানি ধরে রাখার মসক, খেঁজুর পাতার ছাওনি, খাট এবং প্রিয় খাবার গুলো প্রদর্শন করা হচ্ছে।

মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি আয়োজিত তিন দিন ব্যাপী সীরাত আয়োজনে রয়েছে সীরাত বই প্রদর্শনী, সীরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা, শিশুতোষ আলোচনা, নারীদের জন্য বিশেষ হালাকা, নবীজির সুবাস, রং তুলিতে নবীজির শহর, ফুড অব প্রফেট (সা.) বায়োগ্রাফি অব প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো। ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। নারীদের জন্য বাদ জোহর থেকে আসর পর্যন্ত প্রবেশ উন্মুক্ত থাকবে।

এসময় মসজিদ উত তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলাম, ডা. এম এ আজিজ, হাসান সহিদ সিদ্দিকী, তাজুল ইসলাম ঢালী, জি এম ফারুক, রিয়াজ আহমেদ সফিউল্লাহ, প্রফেসর মোজাম্মেল হক, মামুন উর রশিদ পারভেজ এবং তাকওয়া মসজিদের অন্যান্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নবীজির জীবনী ভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’
প্রতিমা বিসর্জনের সময় সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: কোস্টগার্ড ডিজি 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে দেশ পরিচালনা দায়িত্ব দেবেন, তাকেই স্বাগত জানাব: মঈন খান
ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৩ ডাকাত সদস্য গ্রেফতার
রাজধানীর সবুজবাগে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙ্গুনিয়ার ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার
চট্টগ্রামে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে : কারা কর্তৃপক্ষ
১০