সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: ফারুক-ই-আজম

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৯:২১ আপডেট: : ০১ অক্টোবর ২০২৫, ১৯:২৬
বুধবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার কচিকাঁচা পূজামণ্ডপ এবং রামকৃষ্ণ-সারদা সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: বাসস

চট্টগ্রাম, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের আনোয়ারায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই। আমরা এমন 
একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আগামীর প্রজন্ম শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

বুধবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার কচিকাঁচা পূজামণ্ডপ এবং রামকৃষ্ণ-সারদা সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেন, ধর্ম মত নির্বিশেষে বাঙালিরা বহু বছর ধরে দুর্গোৎসব উদ্‌যাপন করে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি দুর্গাপূজা হলেও, এটি সমাজের সবার জন্য একটি উৎসব। এবারের দুর্গোৎসব সুন্দরভাবে শেষপর্যায়ে এসেছে। আশা করছি তা শেষ পর্যন্ত সুন্দরভাবেই সম্পন্ন হবে।

তিনি আরো বলেন, ‘২৪-এর ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ দেশে কোনো বৈষম্য থাকবে না, সবাই একসঙ্গে থাকবে।

পরিদর্শন শেষে তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা

(ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, পূজা উদ্‌যাপন পরিষদ আনোয়ারা শাখার সভাপতি সাগর মিত্র এবং সাধারণ সম্পাদক প্রদীপ ধর প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
১০