পানিতে ডুবে মুসলিম বালকের মৃত্যুর ভিডিও ইসলাম ধর্মে ধর্মান্তরিত না হওয়ায় হত্যা দাবিতে প্রচার

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৭:০৭
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): সম্প্রতি ‘পুকুরে এক হিন্দু ব্যক্তির লাশ পাওয়া গেছে। বাংলাদেশে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে অস্বীকার করায় তার ইসলামপন্থী পিতা তাকে হত্যা করেছে’ দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রচার করা হচ্ছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ভিডিওর পানিতে ডুবে মারা যাওয়া বালক হিন্দু ধর্ম্বালম্বী নন এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে অস্বীকৃতি জানানোর কারণে তার পিতা তাকে হত্যা করেছে- একথা সত্য নয়। প্রকৃতপক্ষে, নিহত বালক মুসলিম এবং তার নাম মাহবুব আলম সৈকত। সে মানসিক রোগে আক্রান্ত ছিল। সে পানিতে ডুবে মারা যায়।

অনুসন্ধানে ‘Ahamed Nawaz’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৬ আগস্ট প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

উক্ত পোস্টে বলা হয়, মির্জাপুর সুজ্জত আলী বেপারী বাড়ির দুলালের ছেলে সৈকত মারা গেছেন।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক সকালের সময়-এর ওয়েবসাইটে গত ২৭ আগস্ট ‘মনোহরগঞ্জে পানিতে ডুবে বালকের মৃত্যু’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ আগস্ট দুপুরে নরহরিপুর নতুন বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে ডুবে মারা যান মাহবুব আলম সৈকত (১৩) নামের এক বালক। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ মির্জাপুর সুজার বাড়ির সৌদিআরব প্রবাসী মো. দুলাল মিয়ার ছেলে।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, মাহবুব আলম সৈকত মৃগি রোগে আক্রান্ত ছিলেন।

অর্থাৎ, নিহত বালক মুসলিম ধর্মের এবং সে পানিতে ডুবে মারা যায়।

সুতরাং, মানসিক রোগে আক্রান্ত মুসলিম বালকের পানিতে ডুবে নিহত হওয়ার ভিডিওকে হিন্দু বালক মুসলিম ধর্মে ধর্মান্তরিত হতে অস্বীকৃতি জানালে পিতা তাকে হত্যা করেছে দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০