প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর ইন্তেকাল

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২০:০২ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫

ঢাকা, ৩ জানুয়ারি,২০২৫ (বাসস) : প্রবীণ শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি এবং বিলস্ উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ দুপুরে সহিদুল্লাহ চৌধুরী রাজধানীর ডেমরাস্থ  নিজ বাসভবনে ইন্তেকাল করেন বলে তার  ছোট ছেলে মনিরুল ইসলাম চৌধুরী রনি জানিয়েছেন।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আবুল কালাম আজাদ বাসসকে জানান, আগামীকাল সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহ নেয়া হবে এবং সর্বস্তরের শ্রমিক জনতার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে শহিদ মিনারে রাষ্ট্রীয়ভাবে সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন শেষে ডেমরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি ২০২০ সাল থেকে পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বও  পালন করেছেন দীর্ঘদিন। ১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী। এরপর পঞ্চাশ বছরের বেশি সময় ধরে শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। দেশের প্রতিটি গণ-আন্দোলনে শ্রমিক-জনতার নেতা হিসেবে ভূমিকা রেখেছেন।

বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ইনস্টিটিউটি অব লেবার স্টাডিজ (বিলস) নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় তারা বলেন, তাঁর মৃত্যুতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০