প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর ইন্তেকাল

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২০:০২ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫

ঢাকা, ৩ জানুয়ারি,২০২৫ (বাসস) : প্রবীণ শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি এবং বিলস্ উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ দুপুরে সহিদুল্লাহ চৌধুরী রাজধানীর ডেমরাস্থ  নিজ বাসভবনে ইন্তেকাল করেন বলে তার  ছোট ছেলে মনিরুল ইসলাম চৌধুরী রনি জানিয়েছেন।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আবুল কালাম আজাদ বাসসকে জানান, আগামীকাল সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহ নেয়া হবে এবং সর্বস্তরের শ্রমিক জনতার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে শহিদ মিনারে রাষ্ট্রীয়ভাবে সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন শেষে ডেমরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি ২০২০ সাল থেকে পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বও  পালন করেছেন দীর্ঘদিন। ১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী। এরপর পঞ্চাশ বছরের বেশি সময় ধরে শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। দেশের প্রতিটি গণ-আন্দোলনে শ্রমিক-জনতার নেতা হিসেবে ভূমিকা রেখেছেন।

বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ইনস্টিটিউটি অব লেবার স্টাডিজ (বিলস) নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় তারা বলেন, তাঁর মৃত্যুতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০