ঢাবি বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি সজিব গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:০৬ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজিবকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

৩ জানুয়ারি শুক্রবার দিবাগত আনুমানিক ১১টা ৩০মিনিটে হাজারীবাগের জাফরবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৪  বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণের জন্য বের হয়। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ দেশি-বিদেশি অস্ত্র দিয়ে তাদের ওপর দফায় দফায় হামলা চালায়। হামলায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। সজিবুর রহমান সজিব এই মামলার ১৪ নং এজাহারভুক্ত আসামি।

সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এ মামলার আসামি সজিবুর রহমান সজিবকে হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সজিবকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে আলোর অভিযাত্রায় সমাজ গঠনের শপথ
কুমিল্লা সীমান্তে কোটি টাকার বাজি ও চিংড়ি রেণু জব্দ
ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি 
পটুয়াখালীর দুই ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহত অভিভাবকের বাসায় বিএনপি নেতৃবৃন্দ
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোই সময়ের দাবি : সৈয়দা রিজওয়ানা হাসান
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
যারা চায় তারাই জানে না পিআর কী : মির্জা ফখরুল
ফেনীতে গণগ্রেফতার এড়াতে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা
১০