পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৫০

রংপুর, ৪ জানুয়ারি,২০২৫ (বাসস) :  শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন (এসএএসএফ) আজ শনিবার পঞ্চগড় জেলার সদর উপজেলার হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে শীতার্ত দরিদ্র ও দুস্থদের মাঝে ৫শ’ কম্বল বিতরণ করেছে।

শহিদ আবু সাঈদের নামানুসারে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন গত ৮ ডিসেম্বর গঠন করা হয়। তার জন্মস্থান রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে দুস্থ মানবতার সেবা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একটি অলাভজনক সংস্থা হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।

আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র এবং অন্যতম একজন বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক। তিনি গত ১৬ জুলাই রংপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হন। এরপর দেশব্যাপী দ্রুত এ আন্দোলন ছড়িয়ে পড়ে গণঅভ্যুত্থানে রূপান্তরিত হলে তৎকালীন ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি ও আবু সাঈদের ভাই মো. রমজান আলী।

এ সময় শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আবু সাঈদের ভাই আবু হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, অর্থ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং যুগ্ম-সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন খান, হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামুস কিবরিয়া প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাসসের সাথে আলাপকালে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন, বিভিন্ন এলাকার শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে কম্বল বিতরণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এর আগে গত ২ জানুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে দরিদ্র ও দুস্থদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

আবু হোসেন আরও বলেন, ‘গত ৮ ডিসেম্বর শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এলাকার ২১০ জন অসহায় মানুষের প্রত্যেককে এক হাজার টাকা করে দিয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে আলোর অভিযাত্রায় সমাজ গঠনের শপথ
কুমিল্লা সীমান্তে কোটি টাকার বাজি ও চিংড়ি রেণু জব্দ
ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি 
পটুয়াখালীর দুই ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহত অভিভাবকের বাসায় বিএনপি নেতৃবৃন্দ
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোই সময়ের দাবি : সৈয়দা রিজওয়ানা হাসান
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
যারা চায় তারাই জানে না পিআর কী : মির্জা ফখরুল
ফেনীতে গণগ্রেফতার এড়াতে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা
১০