নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কাউসারকে কারাফটকে জিজ্ঞাসাবাদে আদেশ

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২০:০৬ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ২০:০৯

ঢাকা, ৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : সন্ত্রাস বিরোধী আইনে রাজধানীর কলাবাগান থানার মামলায় গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. কাউসার আহম্মেদ সারোয়ারকে (৩৪) কারাফটকে জিজ্ঞাসাবাদে আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

কাউসারকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপ পরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তার  সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপর দিকে আসামীর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট  ইসরাত জেনিফার জেরিন তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তাকে কারাফটকে কাউসারকে দুইদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

এর আগে শুক্রবার রাতে যাত্রাবাড়ী থেকে কাউসারকে  গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।  এসময় তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে স্লোগান দেয়। এ ঘটনায় সেদিনই কলাবাগান থানায় মামলা দায়ের করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী ৪০ বছরেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না : ইকবাল হাসান মাহমুদ টুকু
চলতি বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে : মোহাম্মদ এজাজ
আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা : আইন মন্ত্রণালয়
প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান অধিদপ্তরের
বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট 'ধ্বংসের হাত থেকে রক্ষায় মানববন্ধন
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস প্রবেশে আলাদা রাস্তা নির্মাণ করা হবে : ডিএনসিসি প্রশাসক
ড. আসিফ নজরুল ও হেফাজতের মুফতী হারুন ইজহারকে জড়িয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর : রিউমার স্ক্যানার
নতুন মেয়াদের প্রথম বিদেশ সফরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন ট্রাম্প
সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
১০