নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কাউসারকে কারাফটকে জিজ্ঞাসাবাদে আদেশ

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২০:০৬ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ২০:০৯

ঢাকা, ৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : সন্ত্রাস বিরোধী আইনে রাজধানীর কলাবাগান থানার মামলায় গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. কাউসার আহম্মেদ সারোয়ারকে (৩৪) কারাফটকে জিজ্ঞাসাবাদে আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

কাউসারকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপ পরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তার  সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপর দিকে আসামীর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট  ইসরাত জেনিফার জেরিন তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তাকে কারাফটকে কাউসারকে দুইদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

এর আগে শুক্রবার রাতে যাত্রাবাড়ী থেকে কাউসারকে  গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।  এসময় তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে স্লোগান দেয়। এ ঘটনায় সেদিনই কলাবাগান থানায় মামলা দায়ের করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে বস্ত্র বিতরণ
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে 
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প
উত্তর কোরিয়ার নৌযান প্রবেশে সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার
ডালাসের বন্দুকধারী আইসিই এজেন্টদের 'সন্ত্রাসী' করতে চেয়েছিল: কর্মকর্তা
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
আনোয়ারায় পূজামণ্ডপে অনুদানের চাল বিতরণ
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত 
১০