নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কাউসারকে কারাফটকে জিজ্ঞাসাবাদে আদেশ

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২০:০৬ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ২০:০৯

ঢাকা, ৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : সন্ত্রাস বিরোধী আইনে রাজধানীর কলাবাগান থানার মামলায় গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. কাউসার আহম্মেদ সারোয়ারকে (৩৪) কারাফটকে জিজ্ঞাসাবাদে আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

কাউসারকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপ পরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তার  সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপর দিকে আসামীর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট  ইসরাত জেনিফার জেরিন তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তাকে কারাফটকে কাউসারকে দুইদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

এর আগে শুক্রবার রাতে যাত্রাবাড়ী থেকে কাউসারকে  গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।  এসময় তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে স্লোগান দেয়। এ ঘটনায় সেদিনই কলাবাগান থানায় মামলা দায়ের করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে আলোর অভিযাত্রায় সমাজ গঠনের শপথ
কুমিল্লা সীমান্তে কোটি টাকার বাজি ও চিংড়ি রেণু জব্দ
ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি 
পটুয়াখালীর দুই ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহত অভিভাবকের বাসায় বিএনপি নেতৃবৃন্দ
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোই সময়ের দাবি : সৈয়দা রিজওয়ানা হাসান
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
যারা চায় তারাই জানে না পিআর কী : মির্জা ফখরুল
ফেনীতে গণগ্রেফতার এড়াতে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা
১০