খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : ছাত্রলীগ নেতার দায় স্বীকার

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২৩:৩৩ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ২৩:৪১

ঢাকা, ৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তেজগাঁও থানার সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হাসান (৪০) দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০১৫ সালে রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনার করা মামলায় তিনি আজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এক দিনের রিমান্ড শেষে জাহাঙ্গীরকে আজম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি ঘটনার দায় স্বীকার করে সেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট জশিতা ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন।জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর মনিপুরিপাড়া এলাকা থেকে আবুল হাসানকে গ্রেফতার করা হয়। এদিন এ মামলায় তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কারওয়ান বাজারে ২০১৫ সালের ২০ এপ্রিল দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত আবুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে বস্ত্র বিতরণ
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে 
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প
উত্তর কোরিয়ার নৌযান প্রবেশে সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার
ডালাসের বন্দুকধারী আইসিই এজেন্টদের 'সন্ত্রাসী' করতে চেয়েছিল: কর্মকর্তা
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
আনোয়ারায় পূজামণ্ডপে অনুদানের চাল বিতরণ
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত 
১০