খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : ছাত্রলীগ নেতার দায় স্বীকার

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২৩:৩৩ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ২৩:৪১

ঢাকা, ৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তেজগাঁও থানার সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হাসান (৪০) দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০১৫ সালে রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনার করা মামলায় তিনি আজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এক দিনের রিমান্ড শেষে জাহাঙ্গীরকে আজম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি ঘটনার দায় স্বীকার করে সেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট জশিতা ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন।জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর মনিপুরিপাড়া এলাকা থেকে আবুল হাসানকে গ্রেফতার করা হয়। এদিন এ মামলায় তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কারওয়ান বাজারে ২০১৫ সালের ২০ এপ্রিল দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত আবুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী ৪০ বছরেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না : ইকবাল হাসান মাহমুদ টুকু
চলতি বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে : মোহাম্মদ এজাজ
আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা : আইন মন্ত্রণালয়
প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান অধিদপ্তরের
বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট 'ধ্বংসের হাত থেকে রক্ষায় মানববন্ধন
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস প্রবেশে আলাদা রাস্তা নির্মাণ করা হবে : ডিএনসিসি প্রশাসক
ড. আসিফ নজরুল ও হেফাজতের মুফতী হারুন ইজহারকে জড়িয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর : রিউমার স্ক্যানার
নতুন মেয়াদের প্রথম বিদেশ সফরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন ট্রাম্প
সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
১০