সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২০:১২
আব্দুল লতিফ বিশ্বাস। ফাইল ছবি

সিরাজগঞ্জ, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ রোববার দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বেলকুচি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এখনো যৌথবাহিনী সেখানেই কাজ করছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, আব্দুল লতিফ বিশ্বাস দীর্ঘদিন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

দুই বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরে সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০০৯ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে আলোর অভিযাত্রায় সমাজ গঠনের শপথ
কুমিল্লা সীমান্তে কোটি টাকার বাজি ও চিংড়ি রেণু জব্দ
ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি 
পটুয়াখালীর দুই ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহত অভিভাবকের বাসায় বিএনপি নেতৃবৃন্দ
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোই সময়ের দাবি : সৈয়দা রিজওয়ানা হাসান
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
যারা চায় তারাই জানে না পিআর কী : মির্জা ফখরুল
ফেনীতে গণগ্রেফতার এড়াতে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা
১০