বিএনপি চায় সংস্কার ও নির্বাচনের কার্যক্রম একসাথে চলুক: আজিজুল বারী হেলাল

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২২:১৭ আপডেট: : ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:২০
নড়াইলে সম্প্রীতি সমাবেশে বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ছবি: বাসস

নড়াইল, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রথমে সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। বিএনপি চায় সংস্কার ও নির্বাচনের কার্যক্রম একসাথে চলুক। কিন্তু একটি গোষ্ঠী সংস্কারের নাম করে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি মানবে না। দ্রুত নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।

তিনি আজ বিকেলে জেলার কালিয়ার গাজিরহাট ব্লক মাঠে হামিদপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক  সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
আজিজুল বারী বলেন, বাহাত্তরের সংবিধান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লেখা হয়েছিল দেশ পরিচালনার জন্য। সংবিধান ১৭ বার সংশোধন বা সংস্কার করা হয়েছে, প্রয়োজনে আরো ১৭ বার সংশোধন করা হবে। কিন্তু যারা সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চায়, তাদের সাথে বিএনপির সম্পর্ক থাকতেন পারে না। সংবিধান সংরক্ষণে প্রয়োজনে বিএনপি আবারও রাজপথে নামবে।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা দেশে রয়ে গেছে। তারা শেখ হাসিনার সাথে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে,  তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

হেলাল আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তাই এখন থেকেই দলীয় নেতাকর্মীদের ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে।
 
হামিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসরাইল হোসেন মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিচুর রহমান তোতার সঞ্চালনায়  অনুষ্ঠানপ্রধান ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক স,ম ওয়াহিদুজ্জামান মিলু প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০