সোমবার রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:০৭ আপডেট: : ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: তারেক রহমানের ফেসবুক পেইজ থেকে নেওয়া

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): জরুরি ভিত্তিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির এ বৈঠক ডেকেছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বাসসকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠক ডাকা হয়েছে। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হবে। এক্ষেত্রে ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে নেতাকর্মীদের। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কিনা, এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে রোববার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের এক বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি বেগম খালেদা জিয়া  লন্ডন যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ত্রোপচারের প্রয়োজন নেই ওকসের
খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা 
লালমনিরহাটে তিস্তার পানি কমায় দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা, এখন ভাঙ্গনের আতঙ্ক 
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে তিন দিনব্যাপী উৎসব শুরু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় গভীর অনুতপ্ত জাপানের সম্রাট
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু
অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
ব্রয়লারে গাবা সমৃদ্ধ খাদ্যে অধিক উৎপাদনের সম্ভাবনা
চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল
ভারতের ঘটনার ভিডিও দিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
১০