সোমবার রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:০৭ আপডেট: : ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: তারেক রহমানের ফেসবুক পেইজ থেকে নেওয়া

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): জরুরি ভিত্তিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির এ বৈঠক ডেকেছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বাসসকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠক ডাকা হয়েছে। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হবে। এক্ষেত্রে ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে নেতাকর্মীদের। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কিনা, এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে রোববার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের এক বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি বেগম খালেদা জিয়া  লন্ডন যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়া বিএনপি’র কর্মসূচি
সম্মেলনে মধ্য এশিয়ার ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রশংসায় ট্রাম্প
চট্টগ্রামে ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল
ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে নতুন সম্ভাবনা
নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ
পটুয়াখালীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জনভোগান্তি দূর করতে উলুবুনিয়া নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করা হবে
১০