শেখ হাসিনার বিরুদ্ধে সৃষ্ট ঐক্য বিনষ্ট করলে দেশের ক্ষতি হবে : ইশরাক

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২১:৪০

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সৃষ্ট ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে।

তিনি আজ সোমবার দুপুরে রাজধানীর সূত্রাপুরে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন।
 
বিএনপি’র এই তরুণ নেতা বলেন, রোববার একজন বক্তার মুখে শুনলাম ‘একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে’। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই- এ ধরনের মন্তব্য করে ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে। আমরা ১৬ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, আর ঐতিহাসিকভাবে এটি স্বীকৃত হয়ে থাকবে। আমাদের হাজার-হাজার ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। মিথ্যা মামলায় বারবার জেলে গিয়েছে। আমাদের মতো এতো নির্যাতন অন্য-কোনো দল সহ্য করেনি। অতএব কেউ যদি বলে খাবার জন্য অপেক্ষা করছি, তারা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা- এজন্য হয়তো আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে। তবে এটাও ঠিক আপনারা কোনো দিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন নাই, যেতে পারবেনও না।

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেশের জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, ‘স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০