বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার কাজল ও লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মামুন

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:২৩
ব্যারিস্টার কাজল ও ব্যারিস্টার মামুন

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বার কাউন্সিলের ‘এক্সিকিউটিভ কমিটির’ চেয়ারম্যান হলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ‘লিগ্যাল এডুকেশন কমিটির’ চেয়ারম্যান হলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

বার কাউন্সিল সচিব অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা বাসস’কে এ তথ্য জানান। 

তিনি বলেন, বার কাউন্সিলের বিভিন্ন কমিটি গঠিত হয়েছে। এসব কমিটি বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া হবে।

বার কাউন্সিলের গুরুত্বপূর্ণ কমিটি এক্সিকিউটিভ কমিটি। এই কমিটির চেয়ারম্যান নির্বাচন হলেন সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ইতোমধ্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন।

এর আগে সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তি সংক্রান্ত এনরোলমেন্ট কমিটির সদস্য হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ২৪ সেপ্টেম্বর বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মো. রুহুল কুদ্দুস কাজলকে এনরোলমেন্ট কমিটির সদস্য হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত হয়।

আইনজীবীদের তালিকাভুক্তি সংক্রান্ত পাঁচ সদস্যের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। এছাড়া এই কমিটির সদস্য হিসেবে আছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০