চট্টগ্রামে অস্ত্র মামলায় পলাতক অভিযুক্তকে ১৭ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৭

চট্টগ্রাম, ৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার প্রায় ২১ বছর আগের একটি অস্ত্র মামলায় দীর্ঘদিন ধরে পলাতক সেন্টু মিয়া নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবক হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত বেনু মিয়ার ছেলে সেন্টু মিয়া। বর্তমানে তিনি পলাতক।

মামলার নথি সূত্রে জানা গেছে, পাহাড়তলী থানার উত্তর কাট্টলী সিটি গেইট চেকপোস্ট থেকে ২০০৪ সালে ১৪ সেপ্টেম্বর সেন্টু মিয়ার হেফাজত থেকে একটি এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। 

মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দিলে ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, অস্ত্র মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে সেন্টু মিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে সাজা চলবে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০