চট্টগ্রামে অস্ত্র মামলায় পলাতক অভিযুক্তকে ১৭ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৭

চট্টগ্রাম, ৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার প্রায় ২১ বছর আগের একটি অস্ত্র মামলায় দীর্ঘদিন ধরে পলাতক সেন্টু মিয়া নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবক হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত বেনু মিয়ার ছেলে সেন্টু মিয়া। বর্তমানে তিনি পলাতক।

মামলার নথি সূত্রে জানা গেছে, পাহাড়তলী থানার উত্তর কাট্টলী সিটি গেইট চেকপোস্ট থেকে ২০০৪ সালে ১৪ সেপ্টেম্বর সেন্টু মিয়ার হেফাজত থেকে একটি এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। 

মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দিলে ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, অস্ত্র মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে সেন্টু মিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে সাজা চলবে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত ও যৌন হয়রানি প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
চাঁদপুরে আগুনে পুড়েছে ১১ ব্যবসা প্রতিষ্ঠান
১০