ডাকাতি ও মাদকসহ পাঁচ মামলার আসামি ডাকাত হান্নানসহ তিনজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২১:০৫

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ডাকাতি ও মাদকসহ পাঁচ মামলার আসামি পেশাদার দুর্র্ধষ ডাকাত মো আব্দুল হান্নানকে (৪৫) ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। 

এ সময় হান্নানের সাথে আরো দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. খোকন সরদার (৫০) ও মো. সোলেমান মৃধা (২০)। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার ভোররাতে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে থেকে তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে মতিঝিল থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পিছনে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিক সেখানে পুলিশের টহল দল পৌঁছায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর সময় হান্নানসহ খোকন ও মৃধাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত ছুরি, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি কাঠের হাতলযুক্ত হাতুড়ি, একটি স্টেইনলেস স্টিলের ছুরি, একটি স্টিলের ধারালো চাকু ও একটি প্লাস্টিকের স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত হান্নানের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ ও খিলগাঁও থানায় মাদক, ছিনতাই, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ পাঁচটি মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০