ডাকাতি ও মাদকসহ পাঁচ মামলার আসামি ডাকাত হান্নানসহ তিনজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২১:০৫

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ডাকাতি ও মাদকসহ পাঁচ মামলার আসামি পেশাদার দুর্র্ধষ ডাকাত মো আব্দুল হান্নানকে (৪৫) ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। 

এ সময় হান্নানের সাথে আরো দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. খোকন সরদার (৫০) ও মো. সোলেমান মৃধা (২০)। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার ভোররাতে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে থেকে তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে মতিঝিল থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পিছনে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিক সেখানে পুলিশের টহল দল পৌঁছায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর সময় হান্নানসহ খোকন ও মৃধাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত ছুরি, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি কাঠের হাতলযুক্ত হাতুড়ি, একটি স্টেইনলেস স্টিলের ছুরি, একটি স্টিলের ধারালো চাকু ও একটি প্লাস্টিকের স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত হান্নানের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ ও খিলগাঁও থানায় মাদক, ছিনতাই, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ পাঁচটি মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০