ডাকাতি ও মাদকসহ পাঁচ মামলার আসামি ডাকাত হান্নানসহ তিনজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২১:০৫

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ডাকাতি ও মাদকসহ পাঁচ মামলার আসামি পেশাদার দুর্র্ধষ ডাকাত মো আব্দুল হান্নানকে (৪৫) ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। 

এ সময় হান্নানের সাথে আরো দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. খোকন সরদার (৫০) ও মো. সোলেমান মৃধা (২০)। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার ভোররাতে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে থেকে তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে মতিঝিল থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পিছনে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিক সেখানে পুলিশের টহল দল পৌঁছায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর সময় হান্নানসহ খোকন ও মৃধাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত ছুরি, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি কাঠের হাতলযুক্ত হাতুড়ি, একটি স্টেইনলেস স্টিলের ছুরি, একটি স্টিলের ধারালো চাকু ও একটি প্লাস্টিকের স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত হান্নানের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ ও খিলগাঁও থানায় মাদক, ছিনতাই, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ পাঁচটি মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়া বিএনপি’র কর্মসূচি
সম্মেলনে মধ্য এশিয়ার ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রশংসায় ট্রাম্প
চট্টগ্রামে ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল
ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে নতুন সম্ভাবনা
নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ
পটুয়াখালীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জনভোগান্তি দূর করতে উলুবুনিয়া নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করা হবে
১০