সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২২:১৫

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অবৈধভাবে ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি জানান, আবুল কালাম আজাদ সংসদ সদস্য হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অবৈধভাবে ও জ্ঞাত আয় বহির্ভূত ৬ কোটি ১০ লাখ ৫ হাজার ৬৬৮ টাকার সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়া তিনি নিজ নামে ব্যক্তিগত ও ব্যবসায়িক ৭টি হিসাবের মাধ্যমে ২০ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৮২ টাকা জমা ও ২০ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯০৩ টাকা উত্তোলনসহ সর্বমোট প্রায় ৪১ কোটি লেনদেন করেছেন। 

এই টাকা তিনি সংসদ সদস্য থাকাকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করে তার অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৭(১) ধারায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ১(এক) টি মামলা রুজুর অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া আবুল কালাম আজাদের স্ত্রী মোছা. রুহুল আরা রহিমের উৎস বিহীন ৫০ লাখ ৯৯ হাজার ৫৭৪ টাকার সম্পদ পাওয়া যায়। যার বৈধ ও গ্রহণযোগ্য কোন উৎস পাওয়া যায়নি। ফলে মোছাঃ রুহুল আরা রহিমের অর্জিত সম্পদের উৎসসমূহ সঠিকতা বা যথার্থতা পুংঙ্খানুপুংখভাবে নিরূপনের লক্ষ্যে তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী নোটিশ জারীর অনুমোদন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
১০