আড়াই কোটি টাকা আত্মসাত, পেশাদার প্রতারক গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩১ আপডেট: : ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মাল্টিন্যাশনাল কোম্পানীতে বিনিয়োগ করে লভ্যাংশ অর্জনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম সওকত হোসাইন সুমন ওরফে আশরাফুল চৌধুরী ইমরান (৩৯)।

সোমবার রাতে রাজধানীর বেইলী রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডা. এএসএম বদরুদ্দোজা নামে এক ব্যক্তির সাথে ব্যবসায়িক সর্ম্পকের সূত্র ধরে গ্রেফতারকৃত প্রতারক আশরাফুল চৌধুরী ইমরান ও তার সহযোগীদের পরিচয় হয়। ইমরান জানায়, সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকরি করে এবং বদরুদ্দোজাকে মাল্টিন্যাশনাল কোম্পানীর সদস্য পদ নিয়ে বিনিয়োগ করতে সহায়তা করতে পারবে। এ বিষয়ে ইমরান ও তার সহযোগীদের সাথে বদরুদ্দোজার কয়েক দফা মিটিং হয়। গত ১৩ নভেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তাদের সাথে বদরুদ্দোজার আরো একটি মিটিং হয় এবং তারা ভুক্তভোগী  বদরুদ্দোজাকে মাল্টিন্যাশনাল কোম্পানীর সদস্য পদ নেওয়ার জন্য ৭ হাজার ডলার বিনিয়োগ করতে হবে বলে জানায়। তাদের কথা বিশ্বাস করে বদরুদ্দোজা গত ১৮ নভেম্বর উত্তরার হোটেল রিসমন্ডে ইমরান ও তার সহযোগীদের ৭ হাজার ডলার প্রদান করেন। দুইদিন পর গত ২০ নভেম্বর ইমরান ও তার সহযোগীরা বদরুদ্দোজাকে জানায়, তিনি মাল্টিন্যাশনাল কোম্পানীর সদস্য পদ পেয়েছেন এবং এখন  তাকে ২ লাখ ডলার বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের ফলে তিনি লভ্যাংশ বাবদ সপ্তাহে পাঁচ হাজার ডলার পাবেন। ভুক্তভোগী বিনিয়োগের পরিমাণ বেশি দেখে তার পূর্বে প্রদত্ত ৭ হাজার ডলার ফেরত চেয়ে অনুরোধ করেন। কিন্তু প্রতারকরা তাকে নানা কৌশলে প্রলোভন দেখিয়ে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করায়। এরপর ওই ভুক্তভোগী গত ১৮ ডিসেম্বর  উত্তরার হোটেল রিসমন্ডে প্রতারক চক্রকে তাদের কথামতো ২ লাখ ডলার প্রদান করেন। 

এরপর তারা জানায় মাল্টিন্যাশনাল কোম্পানীর সদস্য পদ ও বিনিয়োগের যাবতীয় কাগজপত্র ও প্রদানকৃত ইউএস ডলার গ্রহণের রশিদ সিঙ্গাপুর হতে তাদের কোম্পানীর কর্তৃপক্ষ স্বাক্ষর করে ওইদিন রাতেই পাঠাবে। এরপর তারা ভুক্তভোগীর কাগজপত্রগুলো পাঠিয়ে দিবে। রাতে অনেকক্ষণ অপেক্ষা করে তাদেরকে কয়েকবার ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তাদের মোবাইল নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করতে ব্যর্থ হয়। তখন ভুক্তভোগী  বুঝতে পারেন তিনি প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন। তিনি তাদের খপ্পরে পড়ে দুই ধাপে ২ লাখ ৭ হাজার ইউএস ডলার যা বাংলাদেশী টাকায় ২ কোটি ৬০ লাখ টাকা প্রদান করেছেন। এ ঘটনায় ভিকটিম ডা. এএসএম বদরুদ্দোজার অভিযোগের প্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর বিমানবন্দর থানায় একটি প্রতারণার মামলা দায়ের  করা হয়।

এতে বলা হয়, মামলার পর বিমানবন্দর থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে প্রতারক চক্রটিকে গ্রেফতারে তৎপরতা চালায়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের একজন ইমরানের অবস্থান শনাক্ত করে। এরপর গত সোমবার  রাত সাড়ে ১০টায় বেইলি রোডের নবাবী ভোজ রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে প্রতারক ইমরানকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশরাফুল চৌধুরী ইমরান ও তার সহযোগীরা পেশাদার প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানীর সদস্য পদ দেওয়া ও বিনিয়োগ করে বিপুল পরিমাণ লভ্যাংশ অর্জনের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছে বলে  প্রাথমিকভাবে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে গুলশান থানারও একটি প্রতারণার মামলা চলমান রয়েছে।
বিমানবন্দর থানার মামলায় গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও প্রতারণার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০