শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের মানুষ সহজভাবে নেয়নি: রিজভী

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:১৬ আপডেট: : ০৮ জানুয়ারি ২০২৫, ২২:১৯
শহিদ পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাসস

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণঅভ্যুত্থানে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের মানুষ সহজভাবে নেয়নি।

তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একজন খুনী ও ফ্যাসিস্টকে (শেখ হাসিনা) এক দিকে আশ্রয় দিয়ে, অন্যদিকে খুনী শেখ হাসিনার নতুন করে ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের মানুষকে হতাশ করেছে। এটা ভারতের সুপ্রতিবেশীসুলভ আচরণ হিসেবে কখনোই গণ্য হতে পারে না।

বাংলাদেশের মানুষ ভারত সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারেনি উল্লেখ করে বিএনপির শীর্ষ-স্থানীয় এই নেতা বলেন, ‘গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতে আইনের শাসন মানবে- আমরা এটাই মনে করি।’ 

রুহুল কবির রিজভী আজ বুধবার দুপুরে চব্বিশ’র ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত (শহিদ) পুরান ঢাকার গেন্ডারিয়া আদর্শ স্কুলের দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাসের পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেয়ার সময় তাৎক্ষণিকভাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী-পুলিশ সদস্যরা মিডিয়ার সামনে প্রকাশ্যে শিশু, তরুণ ও যুবকদের গুলি করে হত্যা করেছে। অথচ তাদের এখনো গ্রেফতার করা হচ্ছে না।

মারা যাওয়ার আগে আনাসের লিখে যাওয়া চিঠি পড়ে আবেগ-আপ্লত হয়ে রিজভী বলেন, ‘আমার মনে হয়েছে, এই বাচ্চারা দেশ ও দেশের মানুষের জন্য মহান কিছু আবিষ্কার ও আদায় করতে উদ্দীপ্ত। এই বয়সে যে তাদের মনে (ছাত্র-জনতার আন্দোলনের শহিদরা) এমন সংকল্প থাকতে পারে, এই চিঠিতে আমি তা পেয়েছি।’

বিএনপি’র এই নেতা আনাসের চিঠিটি উপস্থিত সকলকে পড়ে শোনান। তিনি বলেন, ‘এ চিঠি পড়ার পর আমাদের জীবনকে তুচ্ছ মনে হয়েছে। আমার মনে হয়েছে, এ আত্মদানকারী বীর শহিদরা যে দৃষ্টান্ত স্থাপন করেছে- তাদের কাছে আমরা তুচ্ছ, আমরা ম্লান হয়ে গেছি।’

বিএনপি’র এই মুখপাত্র বলেন, এই নিষ্পাপ ছেলেগুলোকে শেখ হাসিনার পুলিশ হত্যা করেছে শুধু তাকে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যই। তার পরিবার ও কাছের মানুষদের আঙুল ফুলে কলাগাছ করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা যে কোনো অন্যায় করতেই দ্বিধা করেনি।

আজও শেখ হাসিনার জন্য কেউ কেউ মায়াকান্না করে- উল্লেখ রুহুল কবির রিজভী বলেন, ‘আমি আনাসের ও আনাস ইয়াসিনের পরিবারের আর্তনাদ ও মায়েদের কান্না শুনতে বলি তাদের। যাদের রক্তের বিনিময়ে পরিবর্তন পেলাম। এ রক্তের বিনিময়ে ১৭ বছর ক্ষমতায় থাকা হিংস্র, ক্ষুধার্ত হায়েনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরও শেখ হাসিনার জন্য যারা মায়াকান্না কাঁদেন, তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছুই বলার নেই।’

এ সময় যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচার ও শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনার নাম পরিবর্তন করে শহিদদের নামে নামকরণ করার আহ্বান জানান তিনি।

‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুনের সঞ্চালনায় আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আশরাফ বকুল, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্য হামিদুর রহমান হামিদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির, বিএনপি নেতা জাকির হোসেন,  ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু
১০