স্ত্রীসহ সাবেক এমপি ইকবালুর রহিমের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩
দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম। ফাইল ছবি

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): বৈধ উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রী নাদিরা সুলতানার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, আজ বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দু’টি দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ইকবালুর রহিম ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক বৈধ উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৬২০ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করে তা ভোগ-দখলে রেখেছেন।

এছাড়া তিনি তার নিজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৩৫ কোটি টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩), ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

ইকবালুর রহিম অবৈধ উপায়ে অর্জিত সম্পদের একটি অংশ বৈধ করার লক্ষ্যে তার স্ত্রী নাদিরা সুলতানার মালিকানায় দেখিয়ে পরস্পর যোগসাজসে অবৈধভাবে ৭৪ লাখ ৮২ হাজার ৫৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন দেখান। তারা অবৈধ উপায়ে অর্জিত অর্থ নিজেদের ভোগ-দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও দন্ডবিধির ১০৯ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অপরাধে নাদিরা সুলতানার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময়
বিএসডব্লিউ ব্যবহারে এনবিআর ও বিএইআরএ- এর মধ্যে এমওইউ সাক্ষর
দশ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু বাংলাদেশের
প্রথম বিভাগ দাবা লিগে সপ্তম রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আসামি মহিনের দায় স্বীকার
চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলে দু:শ্চিন্তা
জুলাই গণঅভ্যুত্থানে প্রায় অর্ধেক অবদানই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 
জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ
ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি’র বৃক্ষরোপণ 
১০