স্ত্রীসহ সাবেক এমপি ইকবালুর রহিমের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩
দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম। ফাইল ছবি

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): বৈধ উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রী নাদিরা সুলতানার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, আজ বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দু’টি দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ইকবালুর রহিম ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক বৈধ উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৬২০ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করে তা ভোগ-দখলে রেখেছেন।

এছাড়া তিনি তার নিজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৩৫ কোটি টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩), ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

ইকবালুর রহিম অবৈধ উপায়ে অর্জিত সম্পদের একটি অংশ বৈধ করার লক্ষ্যে তার স্ত্রী নাদিরা সুলতানার মালিকানায় দেখিয়ে পরস্পর যোগসাজসে অবৈধভাবে ৭৪ লাখ ৮২ হাজার ৫৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন দেখান। তারা অবৈধ উপায়ে অর্জিত অর্থ নিজেদের ভোগ-দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও দন্ডবিধির ১০৯ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অপরাধে নাদিরা সুলতানার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিআই পণ্য শতরঞ্জির মান বজায় রাখার আহ্বান বিসিক চেয়ারম্যানের
ফ্রান্সে স্বেচ্ছাসেবী সামরিক সেবা চালুর ঘোষণা দিলেন ম্যাখোঁ
গণঅধিকার পরিষদের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা
ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার 
বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ খাতে অধিকতর সহযোগিতায় গুরুত্ব 
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
১০