নার্সিং, হসপিটালিটি খাতে ফিলিপাইনের সহযোগিতা চায় বিপিসিসিআই

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২০:২৪
প্রতিনিধিত্বমূলক ছবি

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই) বাংলাদেশের নার্সিং, হসপিটালিটি এবং কৃষি পণ্যের প্রসেসিং খাতে ফিলিপাইনের কারিগরি ও বিনিয়োগ সহযোগিতা কামনা করেছে। 

বিপিসিসিআই’র সভাপতি হুমায়ুন রশীদ এবং সহ-সভাপতি ইমরান আহমেদ গত ৭ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ সহযোগিতা চেয়েছেন।  

বিপিসিসিআই’র সভাপতি দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য হসপিটালিটি ও পর্যটন খাতে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, বিমান সংযোগ, লজিস্টিকস ও যোগাযোগ (কমিউনিকেশনস) বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উভয়পক্ষ কৃষি সাপ্লাই চেইনের সমস্যা সমাধান এবং কৃষি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি করার মাধ্যমে কৃষি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দিয়েছে। এছাড়া দক্ষ জনবল তৈরিতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন প্রতিনিধিদল।

এছাড়া, প্রতিনিধিদল বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বিমান যোগাযোগ উন্নত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিমান যোগাযোগ পণ্য আমদানি-রফতানি ও মানুষের চলাচল আরও সহজ করার পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে ভূমিকা রাখবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়া বিএনপি’র কর্মসূচি
সম্মেলনে মধ্য এশিয়ার ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রশংসায় ট্রাম্প
চট্টগ্রামে ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল
ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে নতুন সম্ভাবনা
নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ
পটুয়াখালীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জনভোগান্তি দূর করতে উলুবুনিয়া নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করা হবে
১০