নার্সিং, হসপিটালিটি খাতে ফিলিপাইনের সহযোগিতা চায় বিপিসিসিআই

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২০:২৪
প্রতিনিধিত্বমূলক ছবি

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই) বাংলাদেশের নার্সিং, হসপিটালিটি এবং কৃষি পণ্যের প্রসেসিং খাতে ফিলিপাইনের কারিগরি ও বিনিয়োগ সহযোগিতা কামনা করেছে। 

বিপিসিসিআই’র সভাপতি হুমায়ুন রশীদ এবং সহ-সভাপতি ইমরান আহমেদ গত ৭ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ সহযোগিতা চেয়েছেন।  

বিপিসিসিআই’র সভাপতি দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য হসপিটালিটি ও পর্যটন খাতে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, বিমান সংযোগ, লজিস্টিকস ও যোগাযোগ (কমিউনিকেশনস) বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উভয়পক্ষ কৃষি সাপ্লাই চেইনের সমস্যা সমাধান এবং কৃষি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি করার মাধ্যমে কৃষি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দিয়েছে। এছাড়া দক্ষ জনবল তৈরিতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন প্রতিনিধিদল।

এছাড়া, প্রতিনিধিদল বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বিমান যোগাযোগ উন্নত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিমান যোগাযোগ পণ্য আমদানি-রফতানি ও মানুষের চলাচল আরও সহজ করার পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে ভূমিকা রাখবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে 
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প
উত্তর কোরিয়ার নৌযান প্রবেশে সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার
ডালাসের বন্দুকধারী আইসিই এজেন্টদের 'সন্ত্রাসী' করতে চেয়েছিল: কর্মকর্তা
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
আনোয়ারায় পূজামণ্ডপে অনুদানের চাল বিতরণ
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত 
শরণখোলায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প  
১০