আলো ক্লিনিক পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২০:২১
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ফাইল ছবি

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আজ বুধবার রাজধানীর কড়াইলে সুইডিশ দাতা এজেন্সি সিডার অর্থায়নে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় পরিচালিত ‘আলো ক্লিনিক’ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, নগর স্বাস্থ্য ব্যবস্থায় এ ধরনের ক্লিনিকের উপযোগিতা রয়েছে। এরকম উদ্যোগে রোগীরা যেমন হাতের কাছেই দ্রুত চিকিৎসাসেবা পাবে, তেমনি তা অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর চাপ কমাবে। 

এ সময়ে তিনি হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবা ব্যবস্থার খোঁজখবর নেন।

এ সময় আলো মডেল ক্লিনিক প্রজেক্টের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, আলো ক্লিনিক দুই বছরের পাইলট প্রকল্প, যা শহরের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। 

এ ক্লিনিকে সাধারণ রোগ, প্রসবপূর্ব এবং প্রসব-পরবর্তী যত্ন, পরিবার পরিকল্পনার সহায়তা, ইপিআই টিকাদান এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মৌসুমী রোগ-সহ অসংক্রামক রোগের চিকিৎসা প্রদান করা হয়। সকল সেবা বিনামূল্যে প্রদান করা-সহ ২৩ ধরনের ওষুধ রোগীদের সরবরাহ করা হয়।

এ ছাড়া রোগী নিবন্ধন থেকে শুরু করে প্রেসক্রিপশন লেখা এবং পরীক্ষার ফলাফল পর্যন্ত প্রতিটি ধাপ ডিজিটালাইজড পদ্ধতিতে সম্পন্ন করা হয়। তাই একবার নিবন্ধিত হলে ভবিষ্যতের যেকোনো চিকিৎসা বা ফলোআপের জন্য চিকিৎসকরা রোগীর পূর্ববর্তী চিকিৎসার তথ্য দেখতে পারেন।

রিদর্শনের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর এবং ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান মায়া ভেনডেনেন্ট উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
আইপিএল: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব
১০