ব্রাজিলের সাও পাওলোতে জুন মাসে  অনুষ্ঠিত হবে  ‘মেইড ইন বাংলাদেশ প্রদর্শনী’

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২১:৪১
ছবি: সংগৃহীত

ঢাকা, ৮ জানুয়ারী, ২০২৫ (বাসস): চলতি বছরের জুনে ব্রাজিলের সবচেয়ে জনবহুল শহর সাও পাওলোতে অনুষ্ঠিত হবে 'মেইড ইন বাংলাদেশ প্রদর্শনী ২০২৫’।  ১৫-১৮ জুন ৪ দিনব্যাপী অনুষ্ঠিতব্য মেলায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, ফার্মাসিউটিক্যালস, চামড়াসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হবে।

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিবিসিসিআই-এর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল আলম। স্বাগত বক্তব্যে তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে এগিয়ে নেওয়ার জন্য চেম্বারের প্রতিশ্রুতি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিবিসিসিআই-এর মহাসচিব মো. জয়নাল আবদিন।

তারা বলেন, ল্যাটিন আমেরিকা, বিশেষ করে ব্রাজিলে নেটওয়ার্কিং সহজতর, রপ্তানিযোগ্য পণ্যের প্রচার, বাজার বৈচিত্র্যকরণ এবং ব্রাজিলের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে  ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এ প্রদর্শনীর আয়োজন করেছে।
 
সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার অপরিসীম সম্ভাবনার উপর জোর দিয়ে বলেন, ব্রাজিলের উদ্যোক্তরা বাংলাদেশে নতুন করে  আরও  বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি বলেন, ’মেইড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫' ব্রাজিল এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ ব্যবসায়ী উৎকর্ষতা প্রদর্শন এবং অর্থপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে, এই এায়াজন পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার পথ প্রশস্ত করবে।"

সংবাদ সম্মেলনে বিবিসিসিআই নেতারা জানান-তাদের প্রত্যাশা,এই প্রদর্শনীতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, চামড়া এবং টেক্সটাইল খাতের শতাধিক কোম্পানি যোগ দেবে।

মো. সাইফুল আলম বলেন,‘এই এক্সপো বিবিসিসিআই-এর অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য নতুন পথ খোলার দৃষ্টিভঙ্গির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমাদের রপ্তানিকারকদের জন্য নতুন বাজারে প্রবেশ এবং তাদের ব্যবসাকে বিশ্বব্যাপী উন্নীত করার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আপনি যদি পোশাক শিল্পের একজন নেতা, পাটজাত পণ্যের, অথবা ওষুধ শিল্পের একজন অগ্রদূত হন, এই ইভেন্টটি আন্তর্জাতিক প্রবৃদ্ধির জন্য আপনার প্রবেশদ্বার।"

আমাদের বাংলাদেশি রফতানিকারকদের জন্য এই এক্সপো নতুন বাজারে প্রবেশ এবং ব্যবসাকে বিশ্বমঞ্চে উন্নীত করার একটি সুবর্ণ সুযোগ। আমরা ব্যবসায়ীদের এই যুগান্তকারী অনুষ্ঠানে নিবন্ধন এবং অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।

আপনি পোশাক শিল্পের একজন অগ্রণী ব্যক্তি, পাটজাত পণ্যের অগ্রদূত, অথবা ওষুধ শিল্পের একজন নেতা, যাই হোন না কেন, ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’ আপনার প্রবৃদ্ধির প্রবেশদ্বার। বাংলাদেশি আমদানিকারকদের জন্য ব্রাজিলের ব্যবসার সাথে জোট গড়ে তোলার এবং সয়াবিন, চিনি এবং শিল্প যন্ত্রপাতির মতো উচ্চমানের পণ্য অন্বেষণ করার এটি সুযোগ

এসময় তিনি বাংলাদেশি আমদানিকারকদের ব্রাজিলের সয়াবিন, চিনি এবং ভারি শিল্প যন্ত্রপাতির মতো উচ্চমানের পণ্য উৎপাদনকারিদের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগটি কাজে লাগানোর আহবান জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের  মধ্যে  ব্রুনাই রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি মো. বশির আহমেদ, ডাচ বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জি এম চৌধুরী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
আইপিএল: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব
১০