৩০টি হারানো মোবাইল ফোনসেট উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিল পুলিশ

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২২:৫০
৩০টি হারানো মোবাইল ফোনসেট উদ্ধার করল পুলিশ। ছবি: ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে নেওয়া

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। 

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন কারণে হারিরে যাওয়া মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১৫ নভেম্বর হতে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ৩০টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে পল্টন মডেল থানার এসআই  নাজমুল হাছান ও এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা রাখে।

আজ বুধবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী, পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মো. নাসিরুল আমিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান সেখের উপস্থিতিতে উদ্ধারকৃত ৩০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত ফোন মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০