এ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে ঘরে বসেই যাকাত প্রদান করা যাবে

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪
ইসলামিক ফাউন্ডেশনের লোগো

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : যাকাত প্রদান সহজতর করায় এ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে যাকাত প্রদান করার আহ্বান জানিয়েছে যাকাত বোর্ড। যাকাত এ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজেই স্বল্প সময়ে ঘরে বসেই অনলাইনে যাকাত প্রদান করা যাবে। দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরাও এই এ্যাপ্লিকেশন ব্যবহার করে যাকাত প্রদান করতে পারবেন।

আজ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম। স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলিম নর-নারীর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে কতিপয় শর্তসাপেক্ষে তার ওপর যাকাত ফরজ হয়ে থাকে। পরিকল্পিতভাবে যাকাত প্রদান করলেই সমাজ, দেশ, জাতি, রাষ্ট্র ও বিশ্ব দারিদ্র্যমুক্ত হবে।

তাই, দেশের অভ্যন্তরে ও দেশের বাইরের সকল ব্যবসায়ী শিল্পপতি ও বিত্তবান মুসলিমকে দুঃস্ত ও অসহায় মুসলিমদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ ও দারিদ্র্য বিমোচনে এ্যাপ ব্যবহার করে যাকাত প্রদানের জন্য যাকাত বোর্ডের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ডের উদ্যোগে ‘যাকাত ম্যানেজমেন্ট সিস্টেম এ্যাপ্লিকেশন সফটওয়্যার’ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ‘মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশ-এর দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ্যাপ্লিকেশন সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। এ পদ্ধতিতে এ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকাত প্রদানের সঙ্গে সঙ্গে যাকাত প্রদানকারী তাৎক্ষণিকভাবে তার রশিদ ও সার্টিফিকেট পাবেন।

যাকাত ফান্ড পরিচালনা পদ্ধতি ও নীতিমালা, যাকাত প্রদানের নিয়মাবলী, যাকাতের নিসাব, যাকাতের সংগ্রহ ও বন্টন নীতিমালা, যাকাত বন্টনের নির্ধারিত খাত, যাকাত গণনার নিয়মসহ যাকাত সম্পর্কিত যে কোন তথ্য এই এ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে জানা যাবে।

https://ezakat.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে এ সম্পর্কিত বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানকারীর অর্থ হবে সম্পূর্ণ আয়কর মুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০