মার্কিন দূতাবাসের চার্জ ডি’ অ্যাফেয়ার্স হিসেবে যোগদান করছেন ট্র্যাসি অ্যান জ্যাকবসন

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫
ঢাকায় নবনিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি’ অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন। ছবি: মার্কিন দূতাবাস, ঢাকা

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন পররাষ্ট্র বিভাগের সিনিয়র সদস্য ট্র্যাসি অ্যান জ্যাকবসন শনিবার ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ ডি’ অ্যাফেয়ার্স হিসেবে যোগদান করবেন।

ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘ কর্মজীবনে তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে তিনবার মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একজন চার্জ ডি অ্যাফেয়ার্স হলেন একজন অন্তর্বর্তী বা ভারপ্রাপ্ত কূটনীতিক, যিনি সাময়িকভাবে স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতিতে কূটনৈতিক মিশন প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি রাষ্ট্রদূত জ্যাকবসন নিকট প্রাচ্য বিষয়ক ব্যুরোর একজন সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্ব পালনের আগে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত মার্কিন দূতাবাসে চার্জ ডি’ অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিদেশে জ্যেষ্ঠ নেতৃত্বের ভূমিকা ছাড়াও জ্যাকবসন স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং ইউআই’তে জাতীয় পররাষ্ট্র বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক হিসেবে পররাষ্ট্র বিভাগের ভবিষ্যত নির্মিাণে সহায়তা করেন।

এছাড়াও জ্যাকবসন ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা পরিষদে প্রশাসনের উপ-নির্বাহী সচিব ও সিনিয়র পরিচালক এবং লাটভিয়ার রিগায় অবস্থিত মার্কিন দূতাবাসে উপ-রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জ্যাকবসন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ও একই বিশ্ববিদ্যালয় থেকে স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে একাধিক পুরস্কার পেয়েছেন। যার মধ্যে রয়েছে, সেক্রেটারি’স ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড, দুটি প্রেসিডেন্সিয়াল র‌্যাংক অ্যাওয়ার্ড ও অর্ডার ফর পিস, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যানিজম ‘ইব্রাহিম রুগোভা’ (কসোভো)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত জ্যাকবসনের চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবে আগমনের সাথে সাথে মেগান বোল্ডিন ঢাকার মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে পুনরায় দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০