কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বৃদ্ধি করা উচিত নয়: রিজভী

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২০:১৯
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বৃদ্ধি করা উচিত নয়।

তিনি আজ বৃস্পতিবার দুপুরে ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দেশের জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীন এবং প্রধান বক্তা হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত ছিলেন।

সরকার আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) চাপে কর বাড়াতে পারে না- উল্লেখ করে রিজভী বলেন, কর বাড়ানোর আগে সরকারকে অনুধাবন করতে হবে যে মানুষের পেটে ক্ষুধা আছে কি-না, মানুষ ঠিকমতো খেতে পারছে কি-না। এটিই হচ্ছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।’

তার ভাষায় ‘জনগণকে করের ওপর কর চাপিয়ে দিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার’।
 
নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার লাল এবং সবুজ কোনো ধরনের পাসপোর্টই এখন নেই। বাংলাদেশ সরকার তা বাতিল করে দিয়েছে। তাই প্রশ্নেরচ্ছলে তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি না, কীসের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভারত শেখ হাসিনার প্রেমে মরিয়া।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ঙ্কর এক খুনি ও মহাচোরকে ভারত আশ্রয় দিয়েছে।’ পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করছেন তা জানতে চেয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত।’

বেবী নাজনীন বলেন, নবীনরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের দেশের কল্যাণে সবার সামনে থাকতে হবে। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ জনগণের কাছে তুলে ধরার জন্য ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান।

জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই নবীন বরণ অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, জাজাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে 
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প
উত্তর কোরিয়ার নৌযান প্রবেশে সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার
ডালাসের বন্দুকধারী আইসিই এজেন্টদের 'সন্ত্রাসী' করতে চেয়েছিল: কর্মকর্তা
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
আনোয়ারায় পূজামণ্ডপে অনুদানের চাল বিতরণ
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত 
শরণখোলায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প  
১০