বাসস
  ০৯ জানুয়ারি ২০২৫, ২০:৪৩

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

প্রতীকী ছবি

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল (২২) ও মো. জুয়েল (২৩)। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু ও একটি এন্টি কাটার উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বুধবার দিবাগত রাত ১টায় শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেইট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেইটের পশ্চিম পাশে ঢাকা সিটি কর্পোরেশন কাঁচা বাজারের সামনে কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে থানার একটি টিম। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের সাথে থাকা ৮/১০ জন দুষ্কৃতকারী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শাহজাহানপুর থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাহজাহানপুরের কাচাঁবাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।