রাজধানীতে পৃথক অভিযানে ৭ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২২:১৩

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫ ( বাসস) : রাজধানীর দক্ষিণ বনশ্রীতে পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ কালা মানিক (৩৬), মোঃ রাজিব (৪০), ও মোঃ স্বপন (৫৩)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন বনশ্রী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বাচ্চাদের খেলনার ভেতরে লুকানো তিন হাজার ২৭৪ পিস ইয়াবসহ কালা মানিককে, শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো দুই হাজার পিস ইয়াবাসহ রাজিবকে এবং জ্যাকেটের জিপারে পলিথিনে মোড়ানো দুই হাজার পিস ইয়াবাসহ স্বপনকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। তারা বিভিন্ন সময়ে বাচ্চাদের খেলনা, মশারি বিক্রেতা অথবা বেদের বেশে ইয়াবা ক্রয়-বিক্রয় করতো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত ইয়াবা নিজেদের হেফাজতে রেখেছিল বলে  প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে 
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প
উত্তর কোরিয়ার নৌযান প্রবেশে সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার
ডালাসের বন্দুকধারী আইসিই এজেন্টদের 'সন্ত্রাসী' করতে চেয়েছিল: কর্মকর্তা
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
আনোয়ারায় পূজামণ্ডপে অনুদানের চাল বিতরণ
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত 
শরণখোলায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প  
১০