বাসস
  ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৪২

ভোলায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জিয়া মঞ্চের লিফলেট বিতরণ 

ছবি: বাসস

ভোলা, ১১ জানুয়ারী, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে জিয়া মঞ্চ। 

জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী আজ শনিবার সকালে জেলা বিএনপির কার্যfলয়ের সামনে থেকে শুরু হয় লিফলেট বিতরণ।

কর্মসূচির উদ্বোধন করেন, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। পরে সদর রোডের বিভিন্ন পয়েন্ট এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহবায়ক মো. কবীর হোসেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইলিয়াছ হোসেন আরজু, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম রানা, জিয়া মঞ্চের জেলা শাখার আহবায়ক হুমায়ুন কবীর আজম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী প্রমুখ।