রাজধানীতে পেশাদার ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৮:০৫ আপডেট: : ১১ জানুয়ারি ২০২৫, ১৯:২৬

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর পল্লবীর কালশী এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. রায়হান (২১), মো. শুভ ও মো. রানা ইসলাম (২২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, শুক্রবার রাতে পল্লবীর কালশী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আনোয়ার মিয়া নামে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন ডেলিভারিম্যান গত ২ জানুয়ারি রাত ১০টায় তার সরবরাহকৃত পণ্য সামগ্রীর নগদ টাকা সংগ্রহ করে পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকার কালশী মোড়ে ট্যাম্পু স্ট্যান্ডে রিকশাযোগে পৌঁছলে কয়েকজন দুষ্কৃতকারী তার পথরোধ করে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানির নগদ ৬৫ হাজার ১০৮ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় বাদী আনোয়ার মিয়ার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার সঙ্গে জড়িত রায়হান, শুভ ও রানাকে গতকাল রাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা এ মামলার ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০