যারা দেশের স্বাধীনতা মানে না, তারাই বিএনপির নামে মিথ্যাচার করছে : শামসুজ্জামান দুদু

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৫৯
রংপুরে কথা করছেন বিএনপি নেতা দুদু। ছবি : বাসস

রংপুর, ১১ জানুয়ারি ২০২৫ (বাসস): বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যারা দেশের স্বাধীনতা মানে না, তারাই বিএনপির নামে মিথ্যাচার করছে।’ 

আজ শনিবার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামাদলের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দুদু বলেন, ‘যে দলটি জোটে থাকলে সম্মানজনক ভোট পায়, আর এককভাবে নির্বাচনে গেলে হাতেগোনা ভোট পায়। এই দলটির নেতাদের কাছে শুধু দাপট আছে, ভোট নেই। তারা সূরেলা বুলি দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে। অন্যদিকে, বিএনপি জনগণের অধিকার আদায় করে, দেশের উন্নতির জন্য কাজ করে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে, তাদের সম্মানহানী করেছে এবং বিনা অপরাধে অনেককে কারাগারে পাঠিয়েছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে  শক্ত ভূমিকা নিতে হবে এবং বিএনপিকে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।’

ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা কাজী সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ক্বারী মাওলানা গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন এবং বিভাগের আট জেলা জাতীয়তাবাদী ওলামাদলের  নেতারা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়া বিএনপি’র কর্মসূচি
সম্মেলনে মধ্য এশিয়ার ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রশংসায় ট্রাম্প
চট্টগ্রামে ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল
ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে নতুন সম্ভাবনা
নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ
পটুয়াখালীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জনভোগান্তি দূর করতে উলুবুনিয়া নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করা হবে
১০