শিরোনাম
ঢাকা, ১১ জানুয়ারি ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ঢাকার একটি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম শ্রেণির ছাত্র মো. ওসমান হারুনকে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজিবির রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মো নাহিদ হাসান, রাঙামাটির লংগদুতে বিজিবি’র রাজনগর ব্যাটলিয়ন সদরে আহত ওসমান হারুনের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।
আহত মো. ওসমান হারুন রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন সোনারগাঁও গ্রামের মো. মানিকের ছেলে। হারুনের উন্নত চিকিৎসা ও পড়াশোনা সম্পন্ন করার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান দেয় বিজিবি।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঢাকার উত্তরার রাজলক্ষী এলাকায় ওসমান হারুন বাম হাতের সোল্ডারে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
উল্লেখ্য, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতার নিদর্শন হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি আন্দোলনে আহত একশ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করেছে।
আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।