মানুষের প্রত্যাশা পূরণে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে : সিনিয়র সচিব

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
আজ রাজধানীর ডেমরায় করিম জুট মিলে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অডিটোরিয়ামে এ এস এম সালেহ আহমেদ। ছবি: ভূমি মন্ত্রণালয়

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস): ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, জুলাই বিপ্লবের পর মানুষের প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। এই জনপ্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। 

তিনি আজ সোমবার রাজধানীর ডেমরায় করিম জুট মিলে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অডিটোরিয়াম "১৩৮ তম সার্ভে ও  সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স-২০২৪-২৫" এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। প্রশিক্ষণ কোর্সের  আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।

সালেহ আহমেদ বলেন, জনগণের উপর কর্তৃত্ব নয় সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য। আমরা শাসক নই আমরা উন্নয়নের কাজে নেতৃত্বে দেব, সবসময় জনগণের পাশে দাঁড়াবো।

তিনি বলেন, সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে জনগণের কাছে।  যার যার দায়িত্ব তা ভালোভাবে বুঝে, জেনে জনকল্যাণে প্রয়োগ করতে হবে। এদেশের জনগণকে ভালবাসতে হবে এবং বিশ্বাস করতে হবে।   

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সৈয়দ রবিউল ইসলাম। 

এতে স্বাগত বক্তব্য রাখেন কোর্স পরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (ভূমি রেকর্ড) মো. মোমিনুর রশীদ। সভায় ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে বিসিএস প্রশাসন, বন, বিচার ও রেলওয়ে এবং পুলিশের ৮১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে বস্ত্র বিতরণ
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে 
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প
উত্তর কোরিয়ার নৌযান প্রবেশে সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার
ডালাসের বন্দুকধারী আইসিই এজেন্টদের 'সন্ত্রাসী' করতে চেয়েছিল: কর্মকর্তা
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
আনোয়ারায় পূজামণ্ডপে অনুদানের চাল বিতরণ
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত 
১০