স্থিতিশীল ও সাশ্রয়ী মূল্যের জ্বালানি সরবরাহ নিশ্চিতে ব্যবসায়ী নেতাদের আহ্বান

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫
প্রতীকী ছবি। পিক্সাবে

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস): স্থিতিশীল এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবসায়ী নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা ব্যবসার ওপর চাপ কমাতে বেশ কয়েকটি পদক্ষেপের প্রস্তাবও করেছেন। এর মধ্যে রয়েছে সুদের হার হ্রাস, রফতানি প্রণোদনা পুনঃস্থাপন এবং আরো ব্যবসা-বান্ধব কর নীতি গ্রহণ।

আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে এক বৈঠকে তারা উচ্চ সুদের হার, ক্রমবর্ধমান জ্বালানি ব্যয় এবং বর্ধিত কর ব্যবস্থার কারণে ব্যবসাগুলো ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হওয়ায় এই জাতীয় নীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ’র (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বৈঠকের পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘বিদ্যুতের ঘাটতি এবং গ্যাসের দাম বৃদ্ধিকে উল্লেখযোগ্য বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা উৎপাদন খরচ বৃদ্ধি করে এবং প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে বাংলাদেশী পণ্যের বাজার সম্ভাবনা হ্রাস করে।’

শিল্প খাতের উপর চাপ আরো রোধ করার জন্য তিনি এই উদ্বেগের বিষয় সমাধানের আশু প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

ব্যবসায়ী সম্প্রদায় ঋণের সুদের হার এবং ব্যয় বৃদ্ধি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও চিহ্নিত করেছে, যা প্রবৃদ্ধি এবং পুনঃবিনিয়োগের সুযোগ বাধাগ্রস্ত করছে।

এতে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারকে টেকসই ব্যবসায়িক কার্যক্রমের জন্য একটি প্রধান বাধা হিসাবে বর্ণনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০