রংপুরে নেসকোর প্রেজেন্টশনে মুজিব বর্ষের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:০১
রংপুরে নেসকোর প্রেজেন্টশনে মুজিব বর্ষের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা। ছবি: বাসস

রংপুর, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় আয়োজিত এক সভায় নেসকোর প্রেজেন্টশনে মুজিববর্ষের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে সভা বর্জন করা হয়েছে।

রংপুর জেলাকে প্রিপেইড মিটারের আওতায় আনতে গত বছরের শেষ দিক থেকে কার্যক্রম হাতে নেয় নর্দান ইলেকট্রিসি সাপ্লাই কোম্পানি (নেসকো)।

এরপর থেকে সাধারণ গ্রাহকরা এর নেতিবাচক দিক উল্লেখ করে তা বন্ধের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে আজ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে জেলা প্রশাসক।

জেলা প্রশাসক হল রুমে শুরু হওয়া সভায় আন্দেলনকারী সাধারণ গ্রাহক, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ছাড়াও, নাগরিক কমিটি, সুশীল সমাজ, বিভিন্ন পেশাজীবি সংগঠন, সংবাদকর্মী ও নেসকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তারা নেসকোর স্বেচ্ছাচারিতা, প্রিপেইড মিটার বাধ্যকরণসহ প্রিপেইড মিটারের কুফল তুলে ধরেন।

সে সময় নিজেদের অবস্থান ও প্রিপেইড মিটারের কার্যকলাপ সম্মিলিত একটি ডকুমেনটরি উপস্থাপন করে নেসকো। সেখানে মুজিববর্ষের ছবি প্রদর্শিত হলে, দেখা দেয় উত্তেজনা। এরপর সভা বর্জন করেন সকলেই। সেই সঙ্গে নেসকোর কর্মকর্তাদের শাস্তি দাবি করেন তারা।

সভায় উপস্থিত থাকা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমতিয়াজ আহম্মেদ বলেন, সভাটি শুরু হওয়ার পর প্রেজেন্টেশনে মুজিববর্ষের ছবি ভেসে ওঠে। তারা এখনও মুজিব বাদের দর্শনে বিশ্বাসী।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ বলেন, মুজিববর্ষের ছবি ব্যবহারে নেসকো প্রমাণ করেছে তারা আওয়ামী দোসর। তারা যে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, এটি তার প্রমাণ।

এদিকে বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন রংপুর নেসকোর চিফ ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম মন্ডল।

তিনি জানান এ রকম ঘটনা কীভাবে হল তা তদন্তাধীন বিষয়। এটি তার প্রতিষ্ঠানের হলেও এ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া কথা জানান তিনি।

তবে জেলা প্রশাসক রবিউল ফয়সাল বাসসকে বলছেন, সভাকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করা হয়েছে। এটি নেসকোর নিজস্ব প্রেজেন্টেশন।

মুজিব বর্ষের ছবি দেখা মাত্র সকলে মিলে প্রতিরোধ করেছি। বিষয়টি সংশিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে পত্র মারফতে জানানো হবে।

গত বছরের ২২ ডিসেম্বরে রংপুরে শুরু হয় প্রিপেইড মিটার স্থাপনের কাজ। এরপর ২৭ ডিসেম্বর থেকে তা বন্ধে আন্দেলনে নামে রংপুরের সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। প্রিপেইড মিটার নিয়ে করা ডকুমেন্টরিতে মুজিববর্ষের লোগোতে সভা বর্জনসহ তাদের বিরুদ্ধে শাস্তি দাবী করেন সভায় অংশগ্রহণকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে : ডা. তাহের
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার
গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা 
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টায় একজন আটক
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
হাসিনার সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে : তারেক রহমান
১০