হাসানুজ্জামান রিপনের ‘বলা বাহুল্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধান বিচারপতির

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৪
আজ বিকেলে প্রধান বিচারপতির কনফারেন্স রুমে 'বলা বাহুল' গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। ছবি: বাসস

ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান রিপনের ‘বলা বাহুল্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ বিকেলে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করে প্রধান বিচারপতি বলেন, আমার মনে হয় এই বই পড়ে জীবনদর্শন সম্বন্ধে অনেক কিছু শেখা যাবে। বইটির লেখক জীবনধারণের কিছু মৌলিক তত্ত্ব অত্যন্ত সহজ করে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আইনের গণ্ডি থেকে বেরিয়ে নতুন সত্তা নিয়ে নিজেকে সবার সামনে তুলে ধরার জন্য লেখককে সাধুবাদ জানান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

প্রধান বিচারপতির কনফারেন্স রুমে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক ও নির্মাতা সাদাত হোসাইন, অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী, স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, রিসার্চ এন্ড রেফারেন্স অফিসার হাসান মো. আরিফুর রহমান, সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে 
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প
উত্তর কোরিয়ার নৌযান প্রবেশে সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার
ডালাসের বন্দুকধারী আইসিই এজেন্টদের 'সন্ত্রাসী' করতে চেয়েছিল: কর্মকর্তা
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
আনোয়ারায় পূজামণ্ডপে অনুদানের চাল বিতরণ
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত 
শরণখোলায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প  
১০