সিলেটে ডাকাতি মামলায় ৭ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:০১ আপডেট: : ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫

সিলেট, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ আসামির প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় ঘোষণা করেন।

রায়ে তাদের প্রত্যেককে আরো ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলায় মোট ১০ আসামির ৩ জন খালাস পেয়েছেন। সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আল আসলাম মোমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন; জকিগঞ্জ উপজেলার খাশিরচক গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫), একই উপজেলার মাতার গ্রামের ফারুক আলী ওরফে ফররুখ আলীর ছেলে শিপার আহমদ (৩০), খাসিরচক গ্রামের মৃত কামাল আহমদের ছেলে রুবেল আহমদ (২৮), সাহাব উদ্দিনের ছেলে রাসেল আহমদ (২০), উপজেলার বারঠাকুরী গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুস শহীদ (৩০), খাসিরচক গ্রামের আব্দুস সবুরের ছেলে শাহাব উদ্দিন (৫০), বারঠাকুরী গ্রামের মো. আব্দুল বারী ওরফে বরই মিয়ার ছেলে আজির উদ্দিন (৩০)। দন্ডিতদের মধ্যে কেবল আজির উদ্দিন পলাতক রয়েছেন।
খালাসপ্রাপ্ত তিন জন হলেন, জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম চানপুরের মৃত ফয়জুর রহমানের ছেলে ইসলাম উদ্দিন সেলিম (৩৫), বারঠাকুরী গ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৫) ও মৃত আব্দুল খালিকের ছেলে নজরুল ইসলাম নজমুল ((৩৪)।  

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ জানুয়ারি রাতে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী গ্রামের দুবাই প্রবাসী আব্দুল জব্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নেয়। 

এই ঘটনায় প্রবাসী আব্দুল জব্বারের ছেলে হিফজুর রহমান বাদি হয়ে পরদিন জকিগঞ্জ থানায় অজ্ঞাত ১০/১১ জনের বিরুদ্ধে মামলা (নং-৪(০১) ২০১৪) দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র (নং-১৩৯) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর দিলোয়ার হোসেন।

মামলাটি বিচারের জন্য আদালতে স্থানান্তর হলে ২০১৫ সালের ১২ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারকাজ শুরু হয়। দীর্ঘ শুনানিতে ২৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে ৩৯৫ ধারায় ৭ আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক রায় ঘোষণা করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০