আইন উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৭
আইন উপদেষ্টার সঙ্গে বার কাউন্সিল নেতাদের সাক্ষাৎ। ছবি : বাসস

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আইনজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের নেতারা।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বাংলাদেশ বার কাউন্সিলের নেতাদের সব কথা শোনেন এবং আইনজীবীদের কল্যাণে তার মন্ত্রণালয়ের যা যা করণীয় তিনি তা করবেন বলে আস্বস্ত করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার, ল’রিফর্ম কমিটির চেয়ারম্যান  অ্যাডভোকেট কাজী ইনায়েত হোসাইন বাচ্চু, হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, হাউস কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোহসীন মিয়া, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, রোল এন্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মায়নুল আহসান, কমপ্লেইন্ট অন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাকি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট শাহ এমডি খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট মো. আব্দুল মতিন ও বার কাউন্সিলের সচিব (জেলা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০