আইন উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৭
আইন উপদেষ্টার সঙ্গে বার কাউন্সিল নেতাদের সাক্ষাৎ। ছবি : বাসস

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আইনজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের নেতারা।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বাংলাদেশ বার কাউন্সিলের নেতাদের সব কথা শোনেন এবং আইনজীবীদের কল্যাণে তার মন্ত্রণালয়ের যা যা করণীয় তিনি তা করবেন বলে আস্বস্ত করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার, ল’রিফর্ম কমিটির চেয়ারম্যান  অ্যাডভোকেট কাজী ইনায়েত হোসাইন বাচ্চু, হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, হাউস কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোহসীন মিয়া, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, রোল এন্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মায়নুল আহসান, কমপ্লেইন্ট অন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাকি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট শাহ এমডি খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট মো. আব্দুল মতিন ও বার কাউন্সিলের সচিব (জেলা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০