আইন উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৭
আইন উপদেষ্টার সঙ্গে বার কাউন্সিল নেতাদের সাক্ষাৎ। ছবি : বাসস

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আইনজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের নেতারা।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বাংলাদেশ বার কাউন্সিলের নেতাদের সব কথা শোনেন এবং আইনজীবীদের কল্যাণে তার মন্ত্রণালয়ের যা যা করণীয় তিনি তা করবেন বলে আস্বস্ত করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার, ল’রিফর্ম কমিটির চেয়ারম্যান  অ্যাডভোকেট কাজী ইনায়েত হোসাইন বাচ্চু, হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, হাউস কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোহসীন মিয়া, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, রোল এন্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মায়নুল আহসান, কমপ্লেইন্ট অন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাকি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট শাহ এমডি খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট মো. আব্দুল মতিন ও বার কাউন্সিলের সচিব (জেলা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রেক্সিট পরবর্তী প্রথম শীর্ষ সম্মেলন: যুক্তরাজ্য-ইউরোপ সম্পর্কের নতুন অধ্যায়
গাজায় ‘ফ্রিডম জোন’ তৈরির পরিকল্পনা ট্রাম্পের
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
ফ্লোরিডায় দোষী সাব্যস্ত সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড কার্যকর
পঞ্চগড়ে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আটক ১
ইরান ও সিরিয়া বিষয়ে নেতানিয়াহুর সাথে রুবিও’র আলোচনা হয়েছে
ওয়ালমার্টের শক্তিশালী ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ, শুল্কের কারণে মূল্য বৃদ্ধির আশঙ্কা
সালমান রুশদির ওপর হামলার দায়ে মার্কিন-লেবাননি নাগরিকের সাজা ঘোষণা আজ
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
মিশ্র অর্থনৈতিক তথ্যের পর মার্কিন শেয়ারবাজারে বেশিরভাগ সূচক ঊর্ধ্বমুখী
১০