আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিযুক্ত দপ্তরীদের চাকরি স্থায়ীকরণের দাবি 

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:০৯

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিযুক্ত সারা দেশে প্রায় ৩৭ হাজার দপ্তরী কাম প্রহরী তাদের চাকরি স্থায়ীকরণ এবং কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে এলেও তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। 

আজ মঙ্গলবার শ্রম ভবনে শ্রম সংস্কার কমিশনের সাথে এক মতবিনিময় সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরা এ দাবি জানান। 

সভায় তারা জানান, প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীরা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করলেও  আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত হওয়ায় স্থায়ী কর্মচারীর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা ইনক্রিমেন্ট, পাহাড়ি ভাতা প্রাপ্তির মতো সুযোগ থেকেও বঞ্চিত। এই সমস্যা সমাধানে তারা শ্রম সংস্কার কমিশনের সাথে আলোচনা করেন।

সভায় কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ তাদের বিভিন্ন দায়িত্ব, ভাতা, ওভারটাইম নিয়ে সুনির্দিষ্ট দাবি লিখিত আকারে পেশ করার পরামর্শ দেন।

একই দিন বিকেলে বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য রাজেকুজ্জামান রতন, সাকিল আখতার চৌধুরী, আনোয়ার হোসাইন ও আরিফুল ইসলাম।

সভায় দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শ্রম আইন সংস্কারে সুপারিশসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত নেতারা যে সকল বিষয় তুলে ধরেন তার মধ্যে উল্ল্যেখযোগ্য বিষয়গুলো হলো- গণঅভ্যুত্থান ও শ্রমিক হত্যাকাণ্ডের বিচার দাবি, শ্রম আইন সংস্কার ও বাস্তবায়ন, ট্রেড ইউনিয়ন গঠনে বাধা দূর করা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ, শ্রম আইন বাস্তবায়নে তদারকি ব্যবস্থা জোরদার ও শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়া বিএনপি’র কর্মসূচি
সম্মেলনে মধ্য এশিয়ার ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রশংসায় ট্রাম্প
চট্টগ্রামে ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল
ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে নতুন সম্ভাবনা
নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ
পটুয়াখালীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জনভোগান্তি দূর করতে উলুবুনিয়া নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করা হবে
১০