আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিযুক্ত দপ্তরীদের চাকরি স্থায়ীকরণের দাবি 

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:০৯

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিযুক্ত সারা দেশে প্রায় ৩৭ হাজার দপ্তরী কাম প্রহরী তাদের চাকরি স্থায়ীকরণ এবং কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে এলেও তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। 

আজ মঙ্গলবার শ্রম ভবনে শ্রম সংস্কার কমিশনের সাথে এক মতবিনিময় সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরা এ দাবি জানান। 

সভায় তারা জানান, প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীরা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করলেও  আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত হওয়ায় স্থায়ী কর্মচারীর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা ইনক্রিমেন্ট, পাহাড়ি ভাতা প্রাপ্তির মতো সুযোগ থেকেও বঞ্চিত। এই সমস্যা সমাধানে তারা শ্রম সংস্কার কমিশনের সাথে আলোচনা করেন।

সভায় কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ তাদের বিভিন্ন দায়িত্ব, ভাতা, ওভারটাইম নিয়ে সুনির্দিষ্ট দাবি লিখিত আকারে পেশ করার পরামর্শ দেন।

একই দিন বিকেলে বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য রাজেকুজ্জামান রতন, সাকিল আখতার চৌধুরী, আনোয়ার হোসাইন ও আরিফুল ইসলাম।

সভায় দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শ্রম আইন সংস্কারে সুপারিশসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত নেতারা যে সকল বিষয় তুলে ধরেন তার মধ্যে উল্ল্যেখযোগ্য বিষয়গুলো হলো- গণঅভ্যুত্থান ও শ্রমিক হত্যাকাণ্ডের বিচার দাবি, শ্রম আইন সংস্কার ও বাস্তবায়ন, ট্রেড ইউনিয়ন গঠনে বাধা দূর করা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ, শ্রম আইন বাস্তবায়নে তদারকি ব্যবস্থা জোরদার ও শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
আইপিএল: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব
১০