শিরোনাম
ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গুয়েন লুইস বলেছেন, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করবে ।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি আসলে রাজনৈতিক দল ও সরকারের সিদ্ধান্ত। আমরা সময়সীমা সম্পর্কে কিছু বলছি না। এটি আসলে সরকার ও রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত গ্রহনের বিষয়।’
ইউএনআরসি আজকের বৈঠকে ইউএনডিপি’র চাহিদা মূল্যায়ন মিশনের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) পরবর্তী সাধারণ নির্বাচন পরিচালনা করতে জাতিসংঘের কারিগরি সহায়তা চাওয়ার পর নিউইয়র্ক থেকে আসা প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছেন।
লুইস বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুরোধে চাহিদা মূল্যায়ন টিম এখানে একটি মিশনে রয়েছে। নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের জন্য কারিগরি সহায়তা চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছিল।
তিনি আরও বলেন, জাতিসংঘ বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনের জন্য সহায়তা দিতে চায়।
ইউএনআরসি বলেন, ‘এই লক্ষ্য অর্জনে জাতিসংঘ সকল ধরণের কারিগরি ও ভৌত সহায়তা প্রদানে আগ্রহী।’
ইউএনডিপি’র চাহিদা মূল্যায়ন টিম আজ সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, চারজন নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তাদের সাথে বৈঠকের মাধ্যমে তাদের কাজ শুরু করেছে।
টিম ১০ দিন বাংলাদেশে অবস্থানকালে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের পাশাপাশি বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করবে।
এ টিম কোন কোন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে জানতে চাইলে লুইস বলেন, ‘যত বেশি সম্ভব দলের সঙ্গে হতে পারে। আমরা (চাহিদা মূল্যায়ন মিশন) বাংলাদেশে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবো।’
ইউএনআরসি জানান, তার সহকর্মীরা জাতিসংঘ কী ধরণের সহায়তা দিতে পারে, তা মূল্যায়ন করবেন। নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের জন্য অনুরোধ জানায়নি, তারা কেবল জাতীয় নির্বাচনের জন্য কারিগরি সহায়তার অনুরোধ জানিয়েছে।
চাহিদা মূল্যায়ন মিশন জাতিসংঘ কোন কোন ক্ষেত্রে সহায়তা প্রদান করতে পারে সেগুলো পরীক্ষা এবং নির্বাচনের সামগ্রিক পরিবেশ মূল্যায়ন করছে।
তিনি উল্লেখ করেন, এর আগে নির্বাচন কমিশনে তাদের বৈঠকের সময় ইসি জাতিসংঘের দলটিকে সহায়তা করার অনুরোধ জানিয়ে একটি তালিকা উপস্থাপন করেছে।
লুইস জানান, মূল্যায়ন দলটি বুধবার চট্টগ্রাম যাবে এবং আগামী কয়েক দিন বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করবে। সবশেষে তারা নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবহিত করবে।
চট্টগ্রাম থেকে ফিরে আসার পর, মিশন টিম নাগরিক সমাজ, শিক্ষাবিদ, রাজনৈতিক দল ও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে।
তিনি আরও বলেন, ‘(চাহিদা মূল্যায়ন) মিশনটি ১০ দিনের মধ্যে কাজ শেষ করে ইসির সামনে উপস্থাপন করার জন্য এখানে ফিরে আসবে।’
ইউএনআরসি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মিশনটি জাতিসংঘ কি ধরণের কারিগরি সহায়তা দিতে পারবে সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করবে।
তিনি আরও বলেন, ইউএনডিপি সক্ষমতা উন্নয়ন, কারিগরি সহায়তা, ভুল তথ্য ও বিভ্রান্তি মোকাবিলাসহ নানা বিষয়ে সহায়তা প্রদান করতে পারে।
ভোটার তালিকা হালনাগাদের জন্য ঘরে ঘরে কাজ শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রচেষ্টায় সহায়তা দেয়ার জন্য কিছু প্রযুক্তির প্রয়োজন হতে পারে।