সেবা গ্রহীতাদের সাময়িক অসুবিধায় ভূমি মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:৫২

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সাময়িক সমস্যার পর জনগণের ভূমি সেবা সমন্বিতভাবে চালু করা হয়েছে। সফটওয়্যারজনিত কিছু সমস্যার কারণে বেশ কিছু দিন ভূমি সেবা মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপের কাজে বিঘ্ন ঘটে। ভূমি সেবা পেতে  সেবা গ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। 
  
আজ মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে জানায়, চালুকৃত সফটওয়্যারগুলোর সকল কারিগরি সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব হবে এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আগামী মার্চ মাসে এ জনবান্ধব অটোমেটেড বা ডিজিটাইজড ভূমি সেবার নতুন চালুকৃত সফটওয়্যারসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

এতে বলা হয়, জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ এর দ্বিতীয় ও উন্নততর সংস্করণ চালু করার জন্য গত বছরের ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত অনলাইন সেবা প্রদান বন্ধ রাখা হয় এবং গত ১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সকল ভূমিসেবা সমন্বিতভাবে চালু করা হয়।

সফটওয়্যারের ১ম সংস্করণের ডেটাসমূহ ও মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় সার্ভার ও তথ্যাধারের নির্ধারিত বা বরাদ্দকৃত নতুন স্থানে সমন্বিতভাবে স্থানান্তর করে অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হয়েছে।

অটোমেটেড ভূমি সেবা (land.gov.bd) সিস্টেমে নাগরিকগণ মাত্র এক বার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান বা পর্চা, খতিয়ান, ম্যাপ উত্তোলনের মতো যে কোন ভূমি সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্ত:সমন্বয় সংক্রান্ত জটিলতা, ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে সাধারণ জনগণ সেবা পেতে প্রায়শই সমস্যার সম্মুক্ষীন হচ্ছেন। ভূমি সেবার উদ্ভুত সমস্যা সামাধানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ভূমি মন্ত্রণালয় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। 

এ ছাড়াও জনগণ যেন দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে সারা দেশের উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস ও ইউনিয়ন, পৌর, ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়ালমার্টের শক্তিশালী ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ, শুল্কের কারণে মূল্য বৃদ্ধির আশঙ্কা
সালমান রুশদির ওপর হামলার দায়ে মার্কিন-লেবাননি নাগরিকের সাজা ঘোষণা আজ
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
মিশ্র অর্থনৈতিক তথ্যের পর মার্কিন শেয়ারবাজারে বেশিরভাগ সূচক ঊর্ধ্বমুখী
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তুরস্কে বৈঠকে বসছে ইউরোপীয় শক্তিগুলো
রাশিয়ার স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন পুতিন
যুক্তরাষ্ট্র চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে : তেহরান
গাজার শেষ হাসপাতালটিও ইসরাইল ধ্বংস করে দিল: ‘হু’ প্রধান
মার্কিন শিশুর বিরল রোগ : 'অণু-কাঁচি' দিয়ে জিন কাটছাঁট
ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনায় তেলের দাম হ্রাস
১০