সেবা গ্রহীতাদের সাময়িক অসুবিধায় ভূমি মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:৫২

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সাময়িক সমস্যার পর জনগণের ভূমি সেবা সমন্বিতভাবে চালু করা হয়েছে। সফটওয়্যারজনিত কিছু সমস্যার কারণে বেশ কিছু দিন ভূমি সেবা মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপের কাজে বিঘ্ন ঘটে। ভূমি সেবা পেতে  সেবা গ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। 
  
আজ মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে জানায়, চালুকৃত সফটওয়্যারগুলোর সকল কারিগরি সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব হবে এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আগামী মার্চ মাসে এ জনবান্ধব অটোমেটেড বা ডিজিটাইজড ভূমি সেবার নতুন চালুকৃত সফটওয়্যারসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

এতে বলা হয়, জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ এর দ্বিতীয় ও উন্নততর সংস্করণ চালু করার জন্য গত বছরের ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত অনলাইন সেবা প্রদান বন্ধ রাখা হয় এবং গত ১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সকল ভূমিসেবা সমন্বিতভাবে চালু করা হয়।

সফটওয়্যারের ১ম সংস্করণের ডেটাসমূহ ও মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় সার্ভার ও তথ্যাধারের নির্ধারিত বা বরাদ্দকৃত নতুন স্থানে সমন্বিতভাবে স্থানান্তর করে অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হয়েছে।

অটোমেটেড ভূমি সেবা (land.gov.bd) সিস্টেমে নাগরিকগণ মাত্র এক বার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান বা পর্চা, খতিয়ান, ম্যাপ উত্তোলনের মতো যে কোন ভূমি সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্ত:সমন্বয় সংক্রান্ত জটিলতা, ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে সাধারণ জনগণ সেবা পেতে প্রায়শই সমস্যার সম্মুক্ষীন হচ্ছেন। ভূমি সেবার উদ্ভুত সমস্যা সামাধানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ভূমি মন্ত্রণালয় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। 

এ ছাড়াও জনগণ যেন দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে সারা দেশের উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস ও ইউনিয়ন, পৌর, ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০