জনবান্ধব ভূমিসেবা দিতে কাজ করছে ভূমি মন্ত্রণালয়

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে অটোমেটেড ভূমিসেবা চালু করা হয়েছে। 

এ সিস্টেমে নাগরিকগণ একবার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মিউটেশন ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা, খতিয়ান, ম্যাপ উত্তোলনের মত ভূমিসেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতা, ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে সাধারণ জনগণ সেবা গ্রহণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছিল। ভূমিসেবা গ্রহণে সেবা গ্রহীতাদের সাময়িক সুবিধার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।  

জনগণ যেন দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে সারাদেশের উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস এবং ইউনিয়ন, পৌর, ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয় সেবা কার্যক্রম মনিটরিং জোরদার করেছে। সমন্বিত ব্যবস্থা গ্রহণের ফলে ভূমিসেবা সিস্টেমসমূহ এখন অপেক্ষাকৃত ভালোভাবে কাজ করছে এবং জনগণ ভূমিসেবা নিতে পারছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প
উত্তর কোরিয়ার নৌযান প্রবেশে সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার
ডালাসের বন্দুকধারী আইসিই এজেন্টদের 'সন্ত্রাসী' করতে চেয়েছিল: কর্মকর্তা
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
আনোয়ারায় পূজামণ্ডপে অনুদানের চাল বিতরণ
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত 
শরণখোলায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প  
ছাত্র নিখোঁজের প্রতিবাদে মেক্সিকো সিটির সামরিক ব্যারাকে হামলা শিক্ষার্থীদের
১০