জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন, শিক্ষার্থীদের আনন্দ মিছিল

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২১:০৯
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন, শিক্ষার্থীদের আনন্দ মিছিল। ছবি: বাসস

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে আনন্দ মিছিলের আয়োজন করেছে শিক্ষার্থীরা।

আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস পরিক্রমা শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাপ্ত হয়। মিছিল চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসকে মুখরিত করে।

মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং অন্য শিক্ষকরা। তাঁরা সকলেই শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গতকাল (১৯ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের চলমান প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রজেক্ট বাস্তবায়নের প্রকল্প পরিচালক (পিডি) লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
'রক্তদানের মতো মানবিক উদ্যোগের মূল্যায়ন করা যায় না' : যবিপ্রবি উপাচার্য
হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা
মালয়েশিয়ার পেনাং-এ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫৬১ জন গ্রেফতার
নৌবাহিনীর অভিযানে মায়ানমারগামী বিপুল পণ্যসহ ১১ পাচারকারী আটক
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা
অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে বিপিসি’র জোরালো অভিযান
নির্বাচন বানচালের সকল অপচেষ্টা জনগণ মোকাবেলা করবে : শহীদ উদ্দিন মাহমুদ
খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার : শিকারি আটক
১০