জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন, শিক্ষার্থীদের আনন্দ মিছিল

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২১:০৯
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন, শিক্ষার্থীদের আনন্দ মিছিল। ছবি: বাসস

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে আনন্দ মিছিলের আয়োজন করেছে শিক্ষার্থীরা।

আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস পরিক্রমা শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাপ্ত হয়। মিছিল চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসকে মুখরিত করে।

মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং অন্য শিক্ষকরা। তাঁরা সকলেই শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গতকাল (১৯ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের চলমান প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রজেক্ট বাস্তবায়নের প্রকল্প পরিচালক (পিডি) লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০