মতিউরের স্ত্রী কানিজকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:০৭
এনবিআর’র সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত । ছবি : বাসস

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতির মামলায় গ্রেফতার ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আজ ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এরআগে মঙ্গলবার ১৪ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে লায়লা কানিজকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। পরের দিন ১৫ জানুয়ারি তাকে আদালতে হাজির করে এ মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। 

অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত এদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেন। এদিন শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন এবং রিমান্ড শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেন। আজ তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পাশাপাশি ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এ জন্যও তাকে মামলায় আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের জন্য স্বর্ণ জয়ের স্বপ্ন সাদিয়ার
ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২৯টি পদের লিখিত পরীক্ষা ৩১ মে
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
সপ্তাহের শেষের দিকে জয়ের ধারা অব্যাহত রেখেছে মার্কিন শেয়ারবাজার
বাগেরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৮৫ হাজার ৪৮ পশু 
মাদারীপুরে পিকনিকের ট্রলার ডুবে এক যুবক নিখোঁজ
আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা করতে বাগদাদে আরব লীগের বৈঠক 
শিবচরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
১০